বাজারে আগামীকাল আসাতে চলেছে 5G উচ্চ প্রযুক্তিযুক্ত OnePlus 13s Model টি, যার স্টোরেজ 512 GB

OnePlus স্মার্টফোনের জগতে জনপ্রিয় একটি ব্র্যান্ড, এই কোম্পানির অনেক মডেল আগেই বাজারের লঞ্চ হয়েছে, আগামীকাল তারই একটি আপডেটেড মডেল ভারতীয় বাজারে, OnePlus 13s Model  লঞ্চ হতে চলেছে। দুর্দান্ত কয়েকটি স্পেসিফিকেশনের সাথে স্মার্টফোনে থাকছে ওয়াটার ও ডাস্ট রেজিস্টেন্স ক্ষমতা।

সাধারণ ফিচারের মধ্যে ফোনটিতে দুটি ন্যানো সিমের জায়গা আছে এটি 5G সাপোর্ট করবে এবং ইন্টার্নাল স্টোরেজ 256 GB ও 512 GB এই দুটি ধরনের ফিচার সম্পন্ন দুটি একই মডেলের ক্যাপাসিটি রাখা হয়েছে। তবে এর থেকে বেশি আর ইন্টার্নাল স্টোরেজ বাড়ানো যাবে না। মডেলটি যথেষ্ট টেকসই, কারণ এটি জল এবং ধুলো নিরোধক করা হয়েছে।

এই স্মার্টফোনের দাম, গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং ছেলের অফার ডিটেলস বিস্তারিত জেনে নিতে অবশ্যই শেষ পর্যন্ত পড়তে হবে আজকের প্রতিবেদনটি।

OnePlus 13s Model মডেলটির দাম ও স্টোরেজ?

মিড রেঞ্জের তালিকায় নথিভুক্ত হয়েছে OnePlus 13s Model র নাম। এই স্মার্টফোনটি লঞ্চের সময় amazon এ 54998 টাকা দাম নির্ধারিত হয়েছে। Android v15, 12 GB RAM + 256 GB স্টোরেজ যুক্ত এই দুর্দান্ত স্মার্টফোনটি Midnight green এবং blue এর মতো কালার অপশন সহ প্রায় 4 রকম ভ্যারিয়েন্টের এর সাথে পেয়ে যাবেন ভারতীয় গ্রাহকেরা।

Read More: কেন্দ্রীয় সরকারী কর্মীদের জুলাই মাসে ডি এ বৃদ্ধি

উচ্চ ফিচার সম্পন্ন হওয়ার জন্য দাম একটু বেশি বলে মধ্যবিত্তদের ক্ষেত্রে মনে হলেও সেটি নেওয়া অসম্ভব কিছু নয়, কারণ এক্ষেত্রে ইএমআই এর ফেসিলিটি অ্যামাজনে রাখা হয়েছে। তাই আপনার স্বপ্নের মোবাইলটি হাতের মুঠোয় আনার ক্ষেত্রে মোটেও দুঃসাধ্য নয়।

OnePlus 13s Model

OnePlus 13s Model টির স্পেসিফিকেশন

১) প্রসেসর- কম্পিউটারের মতো ফোনেও প্রসেসর মোবাইলের স্মুথভাবে চলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মডেলটিতে সেজন্য Qualcomm Snapdragon 8 Elite, Octa core প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং 12 GB RAM এতে আছে, যা গেম খেলা থেকে শুরু করে মোবাইল সার্চিং এর ক্ষেত্রেও যথেষ্ট দ্রুততা আনবে বলে মনে করা হচ্ছে।

২) ডিসপ্লে- OnePlus ফোনটির ডিসপ্লে 6.32 ইঞ্চ এবং এতে 1216×2640 px সম্পন্ন 120 Hz রিফ্রেশ রেট আছে, এমনকি গরিলা গ্লাসের প্রটেকশন সহ বেজেল লেস পাঞ্চ হোল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।

এই ডিসপ্লে মডেলটির বাইরের যে চেহারা যে শুধু আকর্ষণীয় পূর্বে তাই নয় তার সঙ্গে যত জন ভাবে প্রটেকশনের ব্যবস্থাও কোম্পানি তরফ থেকে রাখা হয়েছে।

৩) ক্যামেরা- এই মডেলটিতেও দু ধরনের রিয়ার ক্যামেরা আছে। দুটোই পঞ্চাশ মেগাপিক্সেল সম্পন্ন তার সাথে এলইডি ফ্ল্যাশ ও এখানে আছে যা খুব ভালো ভিডিও রেকর্ডিংয়ের জন্য উপযোগী। আপনার যদি ফটোগ্রাফি, ভিডিও রেকর্ডিং এর সব থাকে তাহলে নিশ্চিন্তে এই মডেলটি আপনার জন্য।

ফ্রন্ট ক্যামেরা তে 32 মেগাপিক্সেল রেজোলিউশন রাখা হয়েছে স্ক্রিন ফ্ল্যাশও আছে। এই ক্যামেরা সাহায্য ভিডিও রেকর্ডিং ভালো হবে করা যাবে। চকচকে ছবি ও ভিডিও রেকর্ড করার জন্য এই ফোনটি একদম উপযোগী।

৪) ব্যাটারি- এই মডেলটিতে ব্যাটারি ও যথেষ্ট শক্তিশালী রাখা হয়েছে, 5850 মেগাহার্জ এবং 80 ডব্লিউ সুপার ভুক চারজিং, ইউএসবি টাইপ সি পোর্ট রাখা হয়েছে, ফলে কম সময়ে ফোনটি চার্জ দেওয়া যাবে এবং তা চলবে অনেকক্ষণ।

তাই বেশি দেরি না করে এই ভালো মানের মডেলটি বাড়ি নিয়ে যাওয়ার জন্য দ্রুত অনলাইনে অর্ডার করুন। স্টক শেষ হয়ে যাওয়ার আগে আপনার স্বপ্নের ফোনটি বাড়ি নিয়ে যান।

Leave a Comment

x
Advertisements