IDBI Bank Recruitment 2025: ব্যাংকে অফিসার নিয়োগ

IDBI Bank Recruitment 2025: সরকার অনুমোদিত আইডিবিআই ব্যাঙ্কে বেশ কিছু সংখ্যক জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। নূন্যতম স্নাতক পাস করলে আবেদন করতে পারবেন। কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। আবেদন করতে হবে অনলাইনে এবং অনলাইনে বিভিন্ন ধাপে পরীক্ষার মধ্য দিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা আবেদন করুন।

কোন কোন পদে নিয়োগ হবে, কারা আবেদনের যোগ্য, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, পরীক্ষার ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়ে খুঁটিনাটি সংস্থার ওয়েবসাইটে জারি করা হয়েছে। এই প্রতিবেদনে গুরুত্বপূর্ণ তথ্যাদি তুলে ধরা হলো।

Overview of IDBI Bank Recruitment 2025:

Important Date (গুরুত্বপূর্ণ তারিখ):

Advertisement Date
(বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ)
07/05/2025
Application Starting Date
(আবেদন শুরুর তারিখ)
08/05/2025
Application Ending Date
(আবেদনের শেষ তারিখ)
20/05/2025
Admit Card Issue Date
(অ্যাডমিট কার্ড দেওয়ার তারিখ)
পরীক্ষার আগে জানানো হবে
Tentative Examination Date
(পরীক্ষার সম্ভাব্য তারিখ)
08/06/2025

Important Keywords of IDBI Bank Recruitment 2025 (গুরুত্বপূর্ন বিষয়সমূহ):

Name of the Post (পদের নাম)Junior Assistant Manager (JAM), Grade- O
Recruiting Agency (নিয়োগকারী সংস্থা)Industrial Development Bank of India (IDBI Bank)
Vacancy (শূন্যপদের সংখ্যা)676
Types of Recruitment (নিয়োগের ধরণ)Regular
Examination Fee (আবেদন ফি)বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন
Age Limit (বয়স সীমা)20-25 years
Salary (বেতন)6.14 Lakh to & 6.50 Lakh
Mode of Application (আবেদনের মাধ্যম)Online
Website Link (https://www.idbibank.in/)

Caste-wise vacancy of IDBI Bank Recruitment 2025:

CasteVacancy
UR271
SC140
ST74
OBC124
EWS67
PwBD (VH+HH+OH+MD/ID)8+7+8+8= 31
Total676

Required Academic Qualification (শিক্ষাগত যোগ্যতা):

CategoryQualification
Junior Assistant Manager (JAM) Grade “O”যেকোনো বিষয়ে স্নাতক

Required Documents to be Submitted (আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস):

সমস্ত স্তরের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা মার্কশীট প্রমাণকারী ডকুমেন্ট, ভারতীয় নাগরিকত্বের প্রমাণ, পাসপোর্ট সাইজ ছবি এবং অভিজ্ঞতার উপযুক্ত সার্টিফিকেটের জেরক্স কপি নিজের সাক্ষর সহ জমা দিতে/আপলোড করতে হবে।

Caste-Wise Fees Amount (আবেদন ফিজের পরিমাণ):

CasteAmount
SC/ST/PwDRs. 250
All other candidatesRs. 1050

Examination Fees Submission Mode (ফি জমা দেওয়ার মাধ্যম):

Mode of submissionDebit Card/Credit Card/Online/Net Banking/UPI

How to Apply for IDBI Bank Recruitment 2025 (আবেদনের প্রক্রিয়া):

  • যোগ্য আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে।
  • তার জন্য প্রথমে সংশ্লিষ্ট ওয়েবসাইটে (https://www.idbibank.in/) প্রবেশ করে “Career”, “Current opening” মধ্যে সংশ্লিষ্ট Notification এবং “Apply online” এ ক্লিক করলে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সম্পন্ন করার পর অনলাইনে আবেদনের পদ্ধতি পাওয়া যাবে এবং অনলাইনে সম্পূর্ণ ফর্মটি ফিলাপ করে জমা দিতে হবে।
  • নোটিশে যে সমস্ত নথিপত্র উপযুক্ত মাপসহ আপলোড করতে বলা হয়েছে সেগুলি যথাযথভাবে আপলোড করতে হবে। (শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, পূর্বে কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, আইডি প্রুফ, নিজের ফটো ও স্বাক্ষর ইত্যাদি)
  • এরপর যারা পরীক্ষার ফি জমা দেওয়ার যোগ্য তাদের অনলাইনে তা জমা দিতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করে ফর্মটি জমা করে তার একটি অংশ নিজের কাছে ডাউনলোড করে রাখতে হবে।

Selection Process (নিয়োগ প্রক্রিয়া):

4টি ধাপের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে-

  • প্রথমে অনলাইন টেস্ট নেওয়া হবে।
  • এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে।
  • ব্যক্তিগতভাবে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে।
  • নিয়োগের ঠিক আগে মেডিকেল টেস্ট করা হবে।
  • এই চারটি ধাপের মধ্য দিয়ে উপযুক্ত প্রার্থীকে নির্বাচন করা হবে।

Examination System:

SubjectNo. of questionsMaximum marksTime
Logical reasoning, data analysis & interpretation606040
English language404020
Quantitative aptitude404035
General/Economy/Banking awareness/Computer/It606025

Important Links of IDBI Bank Recruitment 2025 (প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ লিঙ্ক):

Click to Read More:

Disclaimer: সংস্থার ওয়েবসাইট থেকে উপরোক্ত তথ্যাদি তুলে ধরা হয়েছে। ফর্ম ফিলাপের আগে বিস্তারিত জানতে আবেদনকারীরা অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই ভিজিট করুন।

Leave a Comment

x
Advertisements