Income Tax Dept Recruitment 2025: ডেটা প্রসেসিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

Income Tax Dept Recruitment 2025: ভারতের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে অভিজ্ঞ ডেটা প্রসেসিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সারা ভারত জুড়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে এই নিয়োগ হবে। অফলাইনে আবেদনকারীদের আবেদন পত্র পাঠাতে হবে। এই কাজে নূন্যতম দু বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। কর্ম সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মাস্টার ডিগ্রী চাওয়া হয়েছে। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারেন।

কোন কোন পদে নিয়োগ হবে, কারা আবেদনের যোগ্য, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, পরীক্ষার ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়ে খুঁটিনাটি সংস্থার ওয়েবসাইটে জারি করা হয়েছে। এই প্রতিবেদনে গুরুত্বপূর্ণ তথ্যাদি তুলে ধরা হলো।

Overview of Income Tax Dept Recruitment 2025:

Important Date:

Application Starting Date
(আবেদন শুরুর তারিখ)
12/04/2025
Application Ending Date
(আবেদনের শেষ তারিখ)
31/05/2025
Tentative Examination/Interview Date
(পরীক্ষার/ইন্টারভিউয়ের জন্য নির্ধারিত তারিখ)
পরে জানানো হবে

Important Keywords of Income Tax Dept Recruitment 2025:

Name of the Post (পদের নাম)Data Processing Assistant, Grade B
Recruiting Agency (নিয়োগকারী সংস্থা) Income Tax Department
Vacancy (শূন্যপদের সংখ্যা)8
Examination Fee (আবেদন ফি)এই বিষয়ে কিছু উল্লেখ নেই
Age Limit (বয়স সীমা)ডেপুটেশন পোষ্টের জন্য 56 বছরের কম বয়স হতে হবে।
Educational Qualificationকম্পিউটার সায়েন্স অথবা ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স বিভাগে মাস্টার ডিগ্রী চাওয়া হয়েছে
Salary (বেতন)Rs. 44900-142400 (Level 7 Pay Matrix)
Required Work Experience
(কাজের অভিজ্ঞতা)
পূর্বে যে কোন সংস্থায় আবেদন করা পদে নূন্যতম 2 বছর কাজ করার অভিজ্ঞতা চাওয়া হয়েছে
Mode of Application (আবেদনের মাধ্যম)Offline
Website Link (incometaxindia.gov.in)
Postal Address to send Application by Post (অফলাইনের জন্য পোস্টাল ঠিকানা)The Directorate of
Income Tax (Systems),
Central Board of Direct Taxes, Ground Floor, E2, ARA Center, Jhandewalan Ext., New Delhi – 110 055.

Required Documents to be Submitted:

সমস্ত স্তরের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা মার্কশীট প্রমাণকারী ডকুমেন্ট, ভারতীয় নাগরিকত্বের প্রমাণ, পাসপোর্ট সাইজ ছবি এবং অভিজ্ঞতার উপযুক্ত সার্টিফিকেটের জেরক্স কপি নিজের সাক্ষর সহ জমা দিতে/আপলোড করতে হবে।

How to Apply for Income Tax Dept Recruitment 2025:

  • ইচ্ছুক আবেদনকারীরা সংস্থার ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবেন।
  • নোটিফিকেশনের মধ্যেই দেওয়া ফর্মটি প্রিন্ট আউট করে সেটি যথাযথভাবে ফিলাপ করতে হবে এবং তার সঙ্গে যে সমস্ত তথ্যাদি চাওয়া হয়েছে সেগুলি সহ নির্দিষ্ট পোস্টার ঠিকানায় বিজ্ঞপ্তি প্রকাশের 30 দিনের মধ্যে পোষ্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।

Important Links:

Click to Read More:

Disclaimer: সংস্থার ওয়েবসাইট থেকে উপরোক্ত তথ্যাদি তুলে ধরা হয়েছে। ফর্ম ফিলাপের আগে বিস্তারিত জানতে আবেদনকারীরা অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই ভিজিট করুন।

Leave a Comment

x
Advertisements