Indian Museum Recruits Consultants in 2025: কলকাতা মিউজিয়ামে 4টি বিভিন্ন পদে কন্ট্রাক্ট ভিত্তিক কনসালট্যান্ট নিয়োগ

Indian Museum Recruits Consultants in 2025: কলকাতা মিউজিয়াম একটি স্বয়ংশাসিত কেন্দ্র। অবসরপ্রাপ্ত সরকারি অফিসারদের কন্টাক্ট ভিত্তিকভাবে কাজ করার সুযোগ করে দিচ্ছে এই সংস্থা। কনসালটেন্ট কে হিসেবে বিভিন্ন ক্ষেত্রে দ্রুত কর্মী নিয়োগ করবে। যোগ্যপ্রার্থীরা শীঘ্র আবেদন করুন।

এই পদে কাজে যোগ দেওয়ার জন্য কি কি যোগ্যতা লাগবে, কিভাবেই বা আবেদন করবেন, বেতন কত, কত দিনের কাজে যোগ দিতে পারবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে সংস্থার নিজস্ব ওয়েবসাইটে। এই প্রতিবেদনের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরা হলো।

Overview of Indian Museum Recruits Consultants in 2025:

Important Date:

বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে12/03/2025
আবেদনের শেষ তারিখ04/04/2025

Name and Number of Post:

Name of PostNumber of Posts
Consultant (Administration)01
Consultant (Finance & Accounts)01
Consultant (Establishment)01
Consultant (Preservation & Conservation)01

Types of Recruitment:

কন্ট্রাকচুয়াল

Remuneration:

প্রতিমাসে একটি নির্দিষ্ট বেতন ধার্য হবে।

Age Limit:

এই পদগুলিতে আবেদনের জন্য সর্বোচ্চ 65 বছর বয়স হতে হবে।

Eligibility for these Posts in Indian Museum Recruits Consultants in 2025:

এই পোস্টগুলিতে আবেদন করার ক্ষেত্রে যে সমস্ত যোগ্যতা লাগবে তা হল-

PostRequired Eligibility
Consultant (Administration)লেভেল-7 অনুযায়ী কেন্দ্রীয় সরকার/কেন্দ্রীয় স্বায়ত্তশাসিত সংস্থায় বা তার ঊর্ধ্বে অবসরপ্রাপ্ত কর্মকর্তা, যাদের সাধারণ প্রশাসন, GFR, FRSR, RTI, CCS (Conduct) রুলস, ক্রয়, স্টোরস ও আইন সংক্রান্ত কাজে অভিজ্ঞতা আছে।
Consultant (Finance & Accounts)লেভেল-7 অনুযায়ী কেন্দ্রীয় সরকার/কেন্দ্রীয় স্বায়ত্তশাসিত সংস্থায় বা তার ঊর্ধ্বে অবসরপ্রাপ্ত কর্মকর্তা, যাদের সাধারণ অর্থনৈতিক নিয়ম, হিসাবরক্ষণ, PFMS ও অডিট পরিচালনায় অভিজ্ঞতা আছে।
Consultant (Establishment)কেন্দ্রীয় সরকার/কেন্দ্রীয় স্বায়ত্তশাসিত সংস্থায় লেভেল-৭ (৭ম সিপিসি অনুযায়ী) বা তার ঊর্ধ্বে অবসরপ্রাপ্ত কর্মকর্তা, যাদের স্থাপনা, MACP, বেতন নির্ধারণ, GFR ও FRSR-এ অভিজ্ঞতা আছে।
Consultant (Preservation & Conservation)কেন্দ্রীয় সরকার/কেন্দ্রীয় স্বায়ত্তশাসিত সংস্থায় লেভেল-৭ (৭ম সিপিসি অনুযায়ী) বা তার ঊর্ধ্বে অবসরপ্রাপ্ত কর্মকর্তা, যাদের সরকারি মিউজিয়ামে কিউরেটর/কনজারভেটর হিসেবে কাজের অভিজ্ঞতা আছে।

How to Apply:

  • আবেদনকারী ইমেইল অথবা পোস্টাল ঠিকানায় উপযুক্ত পদের নাম সহ আবেদন পাঠাবেন।
  • একের বেশি পদে আবেদন করলে আলাদা আলাদা ইনভেলাপে আলাদা ভাবে আবেদন করতে হবে।
    • E-mail (ইমেইল করার ঠিকানা)- indianmuseum.consultant@gmail.com
    • By Post Address (পোস্টে আবেদন পাঠানোর ঠিকানা)- “The Director, Indian Museum Kolkata, 27 Jawaharlal Nehru Road, Kolkata – 700016”
  • আবেদন অবশ্যই 04/04/2025 তারিখের আগে পাঠাতে হবে।

Important Link for Indian Museum Recruits Consultants in 2025:

Official WebsiteClick
AdvertisementClick

Read More: Asha scholarship 2025 from SBI for Students

Leave a Comment

x
Advertisements