IPPB Circle Based executive Recruitment 2025: India Post Payment Bank সারা ভারতের বিভিন্ন রাজ্য থেকে কন্ট্রাকচুয়াল ভাবে কর্মী নিয়োগ করবে, মোট শুন্য পদের সংখ্যা 51 টি, আবেদনের শেষ তারিখ 21 মার্চ 2025

By Madhuchhanda Dhole

Published On:

Follow Us
IPPB Circle Based executive Recruitment 2025

IPPB Circle Based executive Recruitment 2025: ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাংক থেকে কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি হয়েছে ফার্স্ট মার্চ ২০২৫ এবং এটি চলবে একুশে মার্চ ২০২৫ পর্যন্ত। মোট শূন্য পদের সংখ্যা ৫১ টি। অনলাইনে আবেদন ক্রিয়া সম্পন্ন করতে হবে তারপর ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত প্রার্থী বাছাই এর তালিকা স্থির হবে এবং অনলাইনে সেটি প্রকাশিত হবে। এর জন্য অফিসিয়াল নোটিফিকেশনে নজর রাখুন।

এই প্রতিবেদনে সরকারি নোটিশ থেকেই গুরুত্বপূর্ণ তথ্যাদি সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হলো। বিষয়গুলি জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Overview of IPPB Circle Based executive Recruitment 2025-

  • গুরুত্বপূর্ন তারিখ-
আবেদন শুরুর তারিখ01/03/2025
আবেদন শেষ হবার তারিখ21/03/2025
অনলাইন ফিজ জমা01/03/2025 – 21/03/2025
  • পদের নাম- Executives
  • নিয়োগকারী সংস্থা- India Post Payment Bank (IPPB)
  • নিয়োগের ধরন- কন্ট্রাক্টচুয়াল
  • শূন্যপদের সংখ্যা- 51
  • শূন্যপদের কার্স্ট অনুসারে বন্টন-
CategoryVacancy
SC12
ST04
OBC19
EWS03
UR/General13
Total51
  • বয়স সীমা- 21-35 বছর
  • বয়সের ছাড়-
ক্যাটেগরি (Category)বয়সের ছাড় (Age Relaxation)
SC/ST5 বছর
OBC (Non-Creamy Layer)3 বছর
PWD (UR)10 বছর
PWD (OBC) (Non-Creamy Layer)13 বছর
PWD (SC/ST)15 বছর
  • বেতন- 
  1. ব্যাংক প্রতি মাসে সকল আইনি কর্তনের সাথে মিলিয়ে ₹30000/- (মাত্র ত্রিশ হাজার টাকা) লাম্প সাম প্রদান করবে। আয়কর আইনের বিধান অনুযায়ী কর কেটে নেওয়া হবে।
  2. যোগ্য কর্তৃপক্ষের নির্দেশানুযায়ী, ব্যবসায়িক সাফল্যের ভিত্তিতে বার্ষিক লাম্প সাম বৃদ্ধির পাশাপাশি প্রণোদনা প্রদান করা হবে।
  3. এছাড়া, উল্লেখিত ব্যতীত অন্য কোনো বেতন, ভাতা বা বোনাস দেওয়া হবে না।
  • শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে অন্ততপক্ষে যে কোন শাখায় স্নাতক হতে হবে
  • IPPB Circle Based executive Recruitment 2025 এ আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস-
  1. আবেদনকারীর একটি পার্মানেন্ট ফোন নাম্বার ইমেইল আইডি থাকা দরকার, যার মাধ্যমে ফর্ম ফিলাপের সময় সংযোগ করা যায়।
  2. এছাড়াও প্রয়োজনীয় তথ্য হিসাবে আবেদনকারীর সমসাময়িক পাসপোর্ট সাইজের ছবি স্বাক্ষর বাম হাতের বুড়ো আঙ্গুলের ছাপ এবং নিজে হাতে লেখা একটি ডিক্লারেশন আপলোড করতে হবে।
  3. শিক্ষাগত যোগ্যতা ও বয়স প্রমাণের জন্য প্রয়োজনীয় তথ্য এবং রেজাল্ট অথবা সার্টিফিকেট আপলোড করতে হবে।
  4. সমস্ত তথ্যাদি স্ট্যান করে আপলোড করতে হবে।
  • আবেদন ফিজের পরিমাণ ও মাধ্যম- আবেদনকারীদের অনলাইনে পরীক্ষার ফিস জমা করতে হবে। এর জন্য প্রার্থীরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই অথবা অন্য যেকোনো অনলাইনে পেমেন্টের পদ্ধতি ব্যবহার করতে পারে।
CategoryAmount
SC/ST/PWDRs.150
OthersRs.750
  • নিয়োগ প্রক্রিয়া-
  1. স্নাতক স্তরে আবেদনকারীর প্রাপ্ত নম্বর এবং এই পরীক্ষার জন্য আবেদনের ইন্টারভিউ এর মাধ্যমে প্রাপ্ত নম্বর, এই দুই নম্বরের ভিত্তিতে প্রার্থীর যোগ্যতা যাচাই করা হবে। তবে সর্বোচ্চ বিবেচনা করবে ব্যায়াম কর্তৃপক্ষ।
  2. নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন ধাপে যে সমস্ত প্রার্থী উত্তীর্ণ হবেন তাদের জন্য একটি চূড়ান্ত তালিকা নির্বাচন করা হবে।
  • আবেদনের মাধ্যম- অনলাইন
  • IPPB Circle Based executive Recruitment 2025, আবেদনের প্রক্রিয়া-

তিনটি ধাপে আবেদন কার্য সম্পন্ন করতে হবে-

  1. প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এপ্লিকেশন রেজিস্ট্রেশন করাতে হবে।
  2. তারপর পরীক্ষার জন্য ফিজ অনলাইনে পেমেন্ট করতে হবে।
  3. এরপর বিজ্ঞপ্তিতে যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে বলা হয়েছে, উপযুক্ত মাপ অনুযায়ী সেগুলো আপলোড করতে হবে।

প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ন লিঙ্ক (IPPB Circle Based executive Recruitment 2025)-

অফিশিয়াল ওয়েবসাইট লিঙ্কক্লিক করুন
অফিশিয়াল নোটিশক্লিক ও ডাউনলোড করুন
অ্যাপ্লাই/আবেদনের জন্যক্লিক করুন
রেজিস্ট্রেশনক্লিক করুন

To Read More- Bank of Baroda Apprentices Recruitment 2025

Madhuchhanda Dhole

I am Madhuchhanda Dhole from Kolkata, West Bengal. I am a content writer, along with different trending news regarding jobs and scheme providers on my website, http://wbnews360.com. I provide updated news on my website to keep you updated in this competitive era.

Leave a Comment