Jadavpur University Recruitment 2025: যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রদের হোস্টেলে একজন সুপারিনটেনডেন্ট কন্ট্রাক্টচুয়াল ভাবে নিয়োগ করা হবে এই মর্মে একটি বিজ্ঞপ্তি মার্চ মাসে প্রকাশিত হয়েছিল, যেখানে বলা হয়েছে অভিজ্ঞ ব্যক্তিরা এপ্রিলের 23 তারিখের মধ্যে অফলাইনে আবেদন করতে পারবেন। আবেদন কোন ঠিকানায় পাঠানো হবে এবং অন্যান্য বিষয়ক বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে বলা হয়েছে।
কোন কোন পদে নিয়োগ হবে, কারা আবেদনের যোগ্য, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, পরীক্ষার ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়ে খুঁটিনাটি সংস্থার ওয়েবসাইটে জারি করা হয়েছে। এই প্রতিবেদনে গুরুত্বপূর্ণ তথ্যাদি তুলে ধরা হলো।
Overview of Jadavpur University Recruitment 2025:
Important Date (গুরুত্বপূর্ন তারিখ):
Advertisement Date (বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ) | 26/03/2025 |
Application Starting Date (আবেদন শুরুর তারিখ) | 26/03/2025 |
Application Ending Date (আবেদন শেষ হবার তারিখ) | 23/04/2025 |
Fees Submission Date Upto (ফি জমা দেওয়া যাবে) | 23/04/2025 (পেমেন্ট লিংক বন্ধ হবে 4 PM) |
Interview Date (ইন্টারভিউয়ের জন্য নির্ধারিত তারিখ) | পরে জানানো হবে |
Important Keywords of Jadavpur University Recruitment 2025 (গুরুত্বপূর্ন বিষয়সমূহ):
Name of the Post (পদের নাম) | হোস্টেল সুপারিনটেনডেন্ট (বয়েজ হোস্টেল) Hostel Superintendent (Boys’ Hostel) |
Recruiting Agency (নিয়োগকারী সংস্থা) | যাদবপুর বিশ্ববিদ্যালয় |
Vacancy (শূন্যপদের সংখ্যা) | 01 |
Types of Recruitment (নিয়োগের ধরণ) | কন্ট্রাক্টচুয়াল |
Examination Fee (আবেদন ফি) | Rs. 250 |
Age Limit (বয়স সীমা) | 01 এপ্রিল 2025 পর্যন্ত সর্বোচ্চ 55 বছর |
Salary (বেতন) | Rs. 20000 |
Required Work Experience (কাজের অভিজ্ঞতা) | কোন হোস্টেল বা মেসে কাজ করার ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে। |
Mode of Application (আবেদনের মাধ্যম) | Offline |
Website Link (https://jadavpuruniversity.in) | Click |
Postal Address to send Application by Post (অফলাইনের জন্য পোস্টাল ঠিকানা) | To The Registrar, Jadavpur University, Aurobindo Bhavan, 188, Raja S.C. Mallick Road, Jadavpur, Kolkata – 700 032 |
Required Academic Qualification (শিক্ষাগত যোগ্যতা):
Name of Post | Educational Qualification |
Hostel Superintendent | যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক হতে হবে। |
Experience (কাজের অভিজ্ঞতা):
Name of Post | Experience (Years) |
Hostel Superintendent | কোন হোস্টেল বা ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান মেসে কাজ করার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে |
Required Documents to be Submitted (আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস):
শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতা প্রমাণকারি যথাযথ তথ্যাদির জেরক্স কপি নিজের স্বাক্ষর সহ জমা দিতে হবে।
Examination Fees Submission Mode (ফি জমা দেওয়ার মাধ্যম):
Mode of submission | Debit Card/Credit Card/Online/Net Banking/UPI |
How to Apply forJadavpur University Recruitment 2025 (আবেদনের প্রক্রিয়া):
- আবেদনে ইচ্ছুক ব্যক্তিদের বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে।
- অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করতে হবে। এর সঙ্গে যে সমস্ত সার্টিফিকেট নোটিশে নিজস্ব স্বাক্ষর সহ জমা দিতে বলা হয়েছে সেগুলি যুক্ত করতে হবে।
- অনলাইনে যে কোন মাধ্যমে আবেদনের জন্য ফি জমা দিতে হবে এবং তার একটি চালান নিতে হবে।
- আবেদনপত্রসহ সমস্ত প্রয়োজনীয় তথ্যাদি নিজে বিশ্ববিদ্যালয় গিয়ে অফিসের সময়ের মধ্যে জমা দেওয়া যেতে পারে অথবা রেজিস্টার্ড পোস্টে পাঠানো যেতে পারে, সময়ের আগে।
Recruitment Process (নিয়োগ প্রক্রিয়া):
2টি ধাপের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে-
- আবেদনকারীদের মধ্য থেকে যারা সফলভাবে আবেদন করতে পারবেন তাদের আবেদনপত্র বিশ্ববিদ্যালয় নিজস্ব পদ্ধতি অনুযায়ী শর্টলিস্ট করা হবে।
- নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে।
Important Links of Jadavpur University Recruitment 2025 (প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ন লিঙ্ক):
Official Website (অফিশিয়াল ওয়েবসাইট) | Click on it |
Officialnotice or Advertisement (অফিশিয়াল নোটিশ/ বিজ্ঞপ্তি) | Click & Download |
Postal Address for Post of Jadavpur University Recruitment 2025:
সমস্ত প্রয়োজনে তথ্যাদি সহ আবেদনপত্রের হার্ডকপি যথাযথভাবে ফিলাপ করে একটি এনভেলপের মধ্যে নিয়ে সেটি রেজিস্টার্ড পোস্ট করতে হবে নোটিশে দেওয়া বিশ্ববিদ্যালয়ের পোস্টাল ঠিকানা, যা নিচে দেওয়া হল-
‘Registrar,
Jadavpur University, Aurobindo Bhavan, 188, Raja S.C. Mallick Road, Jadavpur,
Kolkata – 700 032’
তবে কেউ নিজে গিয়েও এটি ইনফরমেশন অফিসে অফিস চলাকালীন সময়ের মধ্যে (11 Am – 4 PM) জমা দিয়ে আসতে পারেন।
Click to Read More: University of Hyderabad Recruitment 2025
Disclaimer: সংস্থার ওয়েবসাইট থেকে উপরিক্ত তথ্যাদি তুলে ধরা হয়েছে। ফর্ম ফিলাপের আগে বিস্তারিত জানতে আবেদনকারীরা অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই ভিজিট করুন।