Job Vacancy for Freshers in Deloitte IT in 2025: প্রযুক্তি বিদ্যায় শিক্ষিত স্নাতকদের হাতে-কলমে কাজ শিখে চাকরি পাওয়ার ক্ষেত্রে Deloitte IT র সঙ্গে যুক্ত হও

By Madhuchhanda Dhole

Published On:

Follow Us
Job Vacancy for Freshers in Deloitte IT in 2025

Job Vacancy for Freshers in Deloitte IT in 2025: ডেলইট্টি একটি আন্তর্জাতিক সংস্থা, যারা স্নাতক স্তরের ছাত্র-ছাত্রীদের, বিশেষ করে ইনফরমেশন টেকনোলজিস্ট শাখার সঙ্গে যুক্ত, তাদের উন্নতি সাধন এবং কাজের অগ্রগতির জন্য তাদের প্রযুক্তিগত দিক থেকে বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ করে দিয়েছে। প্রধানত যারা সদ্য পাশ করেছে, কাজ খুঁজছে, এর আগে কাজের কোন অভিজ্ঞতা সেভাবে নেই, তাদের অভিজ্ঞতা সঞ্চয় করতে ও কাজ পেতে এই সংস্থা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তুমি যদি কম্পিউটার সায়েন্স বা আইটি সেক্টরে সঙ্গে যুক্ত কোন শিক্ষানবিশ তাহলে আর দেরি না করে এই সমস্যায় এক্ষুনি আবেদন করো।

Table of Contents

Overview of Job Vacancy for Freshers in Deloitte IT in 2025:

গুরুত্বপূর্ন তারিখ-

বিজ্ঞপ্তি জারির তারিখ01/03/2025

পদের নাম- ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে বিভিন্ন পদে নিয়োগ

নিয়োগকারী সংস্থা- Deloitte IT Company

বয়স সীমা- এই কাজের জন্য যারা 2024-2025 এ স্নাতক সম্পূর্ণ করেছে তারা আবেদনের যোগ্য

বেতন- কাজের দক্ষতার উপর ভিত্তি করে প্রতিযোগিতামূলকভাবে বেতার নির্ধারিত হবে।

কাজের অভিজ্ঞতা- 0-3 বছরের অভিজ্ঞতা কাম্য

কাজের ক্ষেত্র- ভারতের যে কোন জায়গায় কাজের পোস্টিং পরতে পারে

শিক্ষাগত যোগ্যতা-

এই সমস্ত থেকে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বেশ কিছু নিয়মবিদের কথা বলা হয়েছে।

  • কম্পিউটার সাইন্সে স্নাতক, ইনফরমেশন টেকনোলজি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার অথবা এক ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আবেদন করতে পারবেন।
  • আবেদনকারী ব্যক্তিকে নূন্যতম 60% বা সমতুল্য নম্বর পেয়ে স্নাতক হতে হবে।
  • আবেদনকারীর প্রোগ্রামিং এর ক্ষেত্রে যথেষ্ট জ্ঞান থাকা দরকার যেমন পাইথন যাওয়া স্ক্রিপ্ট এস কিউ এল টাইপ স্ক্রিপ্ট ইত্যাদি সহ বেশ কিছু যোগ্যতা ও দক্ষতা থাকা দরকার।

নিয়োগ প্রক্রিয়া- ইচ্ছুক আবেদনকারীদের অনলাইনে পাঠানো আবেদনপত্র ও তাদের CV দেখে বাছাই পর্বের পর সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। তাদের একটি পরীক্ষা মাধ্যমে যোগ্যতা যাচাই করা পর ইন্টারভিউ এর মাধ্যমে অন্তিম সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

আবেদনের মাধ্যম- অনলাইন

আবেদনের প্রক্রিয়া- আবেদনকারীদের অনলাইনে Deloitte’s true careers পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। সাথে আবেদনকারীর সম্পূর্ণ বায়োডাটা বা সিভি দিতে হবে।

কেন এই কোম্পানীতে (Job Vacancy for Freshers in Deloitte IT in 2025) কাজ করবেন?-

  • এই কোম্পানিতে কাজ করার এটি স্বাস্থ্যকর পরিবেশ আছে, যেখানে প্রত্যেক চাকরিজীবীর জন্য আলাদা আলাদা কাজের পরিসর তৈরি করা হয়েছে।
  • এই কোম্পানি উচ্চমানের ট্রেনিং এর ব্যবস্থা করে যাতে প্রত্যেক কর্মীর দক্ষতা গত উন্নতি সাধন ঘটে, তার ফলে প্রযুক্তিগত ক্ষেত্রে আরো উন্নতি সাধন সম্ভব হয়।
  • কোম্পানির উন্নতির সঙ্গে প্রত্যেক কর্মীর নিজের পেশাগত দিকে উন্নতি ঘটে।

প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ন লিঙ্ক (Job Vacancy for Freshers in Deloitte IT in 2025)-

অফিশিয়াল ওয়েবসাইট লিঙ্কক্লিক করুন
অ্যাপ্লাই/আবেদনের জন্যক্লিক করুন

To Read More- TRAI Recruits Joint Advisor in New Delhi, 2025

Madhuchhanda Dhole

I am Madhuchhanda Dhole from Kolkata, West Bengal. I am a content writer, along with different trending news regarding jobs and scheme providers on my website, http://wbnews360.com. I provide updated news on my website to keep you updated in this competitive era.

Leave a Comment