Job vacancy in Amazon 2025: আমাজন একটি আন্তর্জাতিক বাণিজ্য পণ্য সংস্থা। ভারত সহ বিভিন্ন দেশে এ সংস্থা তার ব্যবসা বাণিজ্য মাধ্যমে জনগণকে পরিষেবা প্রদান করে। কিছুদিন ছাড়াই বহু সংখ্যক কর্মী বিভিন্ন পদে নিয়োগ করা হয়। যাদের বেতন একদম কম থেকে উচ্চ বেতনভোগী কর্মচারী এ সংস্থা নিয়োগ করে। সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া চলবে অন্ধপ্রদেশের জন্য।
বিজ্ঞাপন অনুযায়ী প্রচুর সংখ্যক শুন্য পদ তৈরি হয়েছে যার জন্য স্নাতক, MBA, CPA এইসব পদে কর্মী নিয়োগ করবে আমাজন।
About the Job in this Company:
আমাজন অন্ধপ্রদেশে ফাইন্যান্স ম্যানেজার, ও তাদের সঙ্গে কাজ করে এরকম স্থানীয় বিক্রয়কারী পার্টনার নিয়োগ করবে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের আবেদন করার কথা বলা হয়েছে।
Role of Employees in this Company (Job vacancy in Amazon 2025):
- যে সমস্ত কর্মীদের নিয়োগ করা হবে তাদের প্রধান কাজ হবে বাণিজ্যিক দিক থেকে আর্থিক মডেল তৈরি ও পরিকল্পনা অনুযায়ী ব্যয় বিশ্লেষণ পরিচালনা করা।
- প্রতিমাসের বা তিন মাস ছাড়া বা বার্ষিক ব্যবসায়িক বিষয়গুলির পর্যালোচনার জন্য অপারেটিং ব্যয় বিশ্লেষণ করা।
- ব্যয় হ্রাস করা ও কার্য প্রক্রিয়ার উন্নতির জন্য ব্যবসায়িক সহযোগিতার সুপারিশ প্রদান করা।
- সারা বছরের জন্য বাজেট তৈরি করা তার পূর্বাভাস এবং আর্থিক নিয়ন্ত্রণ সংক্রান্ত অভ্যন্তরীণ বিষয়ে সহায়তা দান করা।
- অটোমেশন ও বিশ্লেষণের মাধ্যমে রিপোর্টিং প্রক্রিয়া উন্নত করা ইত্যাদি সহ ব্যবসায়িক উন্নতির বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও তার বাস্তব রূপদান করা। কর্মে নিয়োগের পর কোম্পানি তরফ থেকে কোন দায়িত্ব ওয়ার্কশপের মাধ্যমে কর্মীদের প্রশিক্ষণ কালে জানানো হবে।
Required qualification regarding Job vacancy in Amazon 2025:
- এই কাজে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কাজে অভিজ্ঞতা থাকাটাও কার্যকরী। যেসব যোগ্যতা চাওয়া হয়েছে তা হলো,
- ট্যাক্স ইকোনোমি বা অ্যানালিসিস এর ক্ষেত্রে 5+ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- নানান আর্থিক ও হিসাব রক্ষণকারী ভূমিকায় 5+ বছরের অভিজ্ঞতা থাকা ব্যক্তিদের অগ্রাধিকার থাকবে।
- এক্সেল (MS Excel) এর ব্যবহার দক্ষতার সাথে থাকা দরকার।
- ইঞ্জিনিয়ার স্ট্যাটিসটিক্সে স্নাতক ডিগ্রি অথবা এনালিটিক্স হিসাবে 5+ বছরের অভিজ্ঞতা থাকলেও অগ্রাধিকার পাবেন।
- MBA বা CPA ডিগ্রিধারী হলে অগ্রাধিকার।
- SQL/ETL-এর জ্ঞান থাকলে অতিরিক্ত সুবিধা।
- বড় ডেটা মাইনিং ও রিপোর্টিং টুল (যেমন: SQL, MS Access, Essbase, Cognos) এবং অন্যান্য আর্থিক সিস্টেম (যেমন: Oracle, SAP, Lawson, JD Edwards) ব্যবহারের অভিজ্ঞতা।
Disclaimer (Job vacancy in Amazon 2025)-
এই কাজ সংক্রান্ত উপলক্ষে তথ্য গুলি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া। উপরোক্ত তথ্যের সাথে লেখক এর কোন সম্পর্ক নেই বা লেখক নিজের থেকে কোন তথ্য দেননি বা সংযোজন করেননি।
Important link- Click
Read More- RRB Recruitment 2025 Group D