Kanya Sumangala Yojana: উত্তর প্রদেশ সরকার থেকে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারের কন্যাদের সার্বিক উন্নতির জন্য সুমঙ্গলা যোজনা চালু করেছে।
Kanya Sumangala Yojana র উদ্দেশ্যঃ
- 2019 সালের এপ্রিল মাসে উত্তরপ্রদেশ রাজ্যের প্রশাসনিক দিক থেকে কন্যা সুমঙ্গলা যোজনা চালু করা হয়েছিল।
- এই প্রকল্পের মুখ মুখ্য উদ্দেশ্য ছিল অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মেয়েদের শিক্ষাগত সার্বিক উন্নয়ন নিশ্চিত করা।
- প্রকল্পটি শুরুর সময় তাতে আর্থিক অনুদান ছিল 15000 টাকা, তবে আর্থিক সহায়তা বর্তমানে বৃদ্ধি করে 25000 টাকা করা হয়েছে।
কন্যাশিশুর শিক্ষার জন্য অর্থ সহায়তার পরিমাণ–
- জন্মের পর প্রথম কিস্তিতে ₹5000
- 2 বছর বয়সে ₹2000
- প্রথম শ্রেণিতে ভর্তি হলে ₹3000
- ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হলে ₹3000
- নবম শ্রেণিতে ভর্তি হলে ₹5000
- স্নাতক বা ডিপ্লোমা কোর্সে ভর্তি হলে ₹7000
Kanya Sumangala Yojana এর বর্তমান অবস্থা ও সমস্যা–
- বলরামপুর জেলার 23773 একটি পরিবার এই যোজনার জন্য আবেদন করেছিল।
- পরবর্তী ক্ষেত্রে আবেদন যাচাই করার পর 17009 টি আবেদন গৃহীত হয় এবং 2777 জন এই স্কিমের জন্য অপেক্ষারত অবস্থায় আছে।
- ইতিমধ্যে 14232 জন এই সুবিধা ভোগ করছে।
- 6254 একটি আবেদন বাতিল করা হয়েছে ও 510 একটি আবেদন বর্তমানে স্থগিত রাখা হয়েছে।
প্রকল্প বাস্তবায়ন ও উদ্যোগ–
- এই প্রকল্প বাস্তবায়নের জন্য স্বাস্থ্য পুষ্টি দপ্তর ও শিশু শিক্ষা বিকাশ দপ্তর দায়িত্বরত।
- যে সমস্ত আবেদনকারীর আবেদন বর্তমানে মন্তবী রাখা হয়েছে সেই সংক্রান্ত সমস্যা দ্রুত যাতে নিষ্পত্তি হয় তার জন্য প্রশাসন কাজ করছে।
- আশা করা যায় দ্রুত সমস্যা সমাধান হবে।
সব কন্যা শিশুদের এই সুযোগ প্রদানের জন্য প্রশাসনিক দিক থেকে যথেষ্ট উদ্যমী উদ্যোগ নেওয়া হয়েছে।
Website Link- Click here
Read More- DRDO Internship 2025