Kishan Credit Card (KCC) এর মাধ্যমে কৃষি ঋণের পরিমান 10 লক্ষ কোটি টাকা ছাড়ালো, উপকৃত হয়েছেন 7.72 কোটি কৃষক

By Madhuchhanda Dhole

Published On:

Follow Us
Kishan Credit Card

Kishan Credit Card: কৃষাণ ক্রেডিট কার্ড (KCC) কেন্দ্র সরকারের প্রকল্প যার মাধ্যমে কৃষকদের কৃষির জন্য অল্প সুদে ঋণ দেওয়া হয়। বহু সংখ্যক কৃষক সারা ভারত জুড়ে এই স্কিমের সুবিধা গ্রহণ করছে। যা তাদের কৃষিকাজকে যথেষ্ট উন্নতি করতে সাহায্য করছে। সবচেয়ে বড় বিষয় এই স্কিম কৃষকদের স্বনির্ভর হতে সাহায্য করেছে।

Kishan Credit Card এর ধনাত্মক বিষয় সমূহ:

  1. প্রধানত কৃষকদের কৃষিকাজে সুযোগ দেওয়ার জন্য সাহায্য স্বরূপ এই প্রকল্প দেশের বিভিন্ন প্রকল্পগুলির মধ্যে অন্যতম ভূমিকা গ্রহণ করেছে। কৃষকরা অর্থের অভাবে যাতে কৃষিকাজ বন্ধ না ক’রে, তার জন্য এককালীন তাদের চাহিদা মত অর্থ ঋণ হিসেবে দেওয়া হয়, এই অর্থ কৃষি ও প্রয়োজনীয় দ্রবাদী কিনতে তারা ব্যবহার করে।
  2. ভারতের এত সংখ্যক মানুষের খাদ্যের চাহিদা পূরণ করার জন্য একমাত্র ভর্সা হচ্ছে ভারতের মাটিতে উৎপাদিত ফসল। কারণ এত কোটি মানুষের খাদ্যের চাহিদা পূরণ করার জন্য বিদেশ থেকে ফসল ও খাদ্য শস্য আনলে বিশাল পরিমাণ অর্থ দেশের বাইরে বেরিয়ে যাবে।
  3. তাছাড়া দেশের মধ্যে কৃষিজ ফসলের উৎপাদন ও তার মধ্যে বৈচিত্র্য থাকলে নিজেদের দেশের মানুষের খাদ্যের চাহিদা পূরণ করার পাশাপাশি সেগুলিকে বাণিজ্যিক পণ্য হিসেবে ব্যবহার করে বিদেশি মুদ্রা অর্জন করারও সুযোগ তৈরি হয়।
  4. তাই দেশের চাষের জমি গিয়ে শষ্য শ্যামলা রাখার জন্য একমাত্র সমাধানের উপায় হল কৃষিকাজ। এতে সরকারের অনুদান যেমন দরকার তেমনি এই কৃষিজ ঋণ শস্য উৎপাদনে ও কৃষকদের চাষের জন্য উৎসাহী ও স্বনির্ভর গড়ে তুলেছে।
  5. এইসব কারণের জন্য কিশন ক্রেডিট কার্ড খুবই গুরুত্বপূর্ণ একটি স্কিম। এতে বহু চাষী উপকৃত হয়েছে তাই এই ঋণ নেওয়ার চাষের সংখ্যা এবং মোট অর্থের পরিমাণ বহু গুণে বর্তমানে বেরেছে।
  6. স্কিমের সুবিধা অসুবিধা, উন্নতির পরিমাণ ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে।
  7. এই প্রকল্পের সবচেয়ে সুবিধা জনক বিষয় হল যেমন ঋণের ক্ষেত্রে সুদের পরিমাণ পরিমাণ কম তেমনি এই কৃষি ঋণ পাওয়াটা খুবই সহজ বিষয়।

Kishan Credit Card এর বিপ্লবঃ

এই স্কিম সময় সঙ্গে সঙ্গে অনেক উন্নতি লাভ করেছে এবং তার ফলে বহু কৃষক উপকৃত হয়েছে তাই সমাজ সঙ্গে সঙ্গে ঋণ দেওয়ার টাকার পরিমান এর সঙ্গে কৃষকের সংখ্যাও বেড়েছে সেগুলি হল নিম্নরূপ-

  • 2014 সালের মার্চে এই পরিমাণ ছিল মাত্র 4.26 লক্ষ কোটি টাকা।
  • 31 ডিসেম্বর 2024 পর্যন্ত কার্যকর কিষান ক্রেডিট কার্ড (KCC) অ্যাকাউন্টের অধীনে ঋণের পরিমাণ 10 লক্ষ কোটি টাকা অতিক্রম করেছে।
  • এতে উপকৃত হয়েছেন 7.72 কোটি কৃষক।
  • প্রাণিসম্পদ পালন, দুগ্ধ ও মৎস্যচাষের ক্ষেত্রগুলির জন্যও KCC সম্প্রসারিত হয়েছে।
  • 2019 সালের KCC প্রকল্পের মধ্যে প্রাণিজ সম্পদ প্রতিপালন, মৎস্য চাষ ও দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রগুলি এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছিল।

Kishan Credit Card এর সাথে সুদ সহায়তা প্রকল্প (MISS or Modified Interest Subvention Scheme) ও কৃষকদের সুবিধা:

  • MISS স্কিম অনুযায়ী 3 লক্ষ টাকা পর্যন্ত স্বল্পমেয়াদী কৃষি ঋণের জন্য ব্যাংকগুলিকে 1.5% সুদ অর্থসাহায্য প্রদান করা হয়।
  • কৃষকদের জন্য সুদের হার 7% নির্ধারিত হলেও সময়মতো ঋণ পরিশোধ করলে অতিরিক্ত 3% সুদ ছাড় দেওয়া হয়, ফলে কার্যকর সুদের হার 4% হয়।
  • 2 লক্ষ টাকা পর্যন্ত জামানত-মুক্ত ঋণের সুবিধা পাওয়া যায়।

2025-26 বাজেটে Kishan Credit Card এর ঋণের পরিমান বৃদ্ধিঃ

  • কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, পরিবর্তিত সুদ সহায়তা প্রকল্পে ঋণের সীমা 3 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হবে, যাতে আরও বেশি সংখ্যক কৃষক উপকৃত হন। এতে কৃষি উৎপাদনও বৃদ্ধি পাবে।
  • Kishan Credit Card Scheme এ বিভিন্ন ব্যাংকের মাধ্যমে লোন নেওয়া যায়। এখানে S.B.I. এ কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ নেওয়ার বিষয়ে জানতে লিংক দেওয়া হল।

Kishan Credit Card- Apply: Click

আরও পড়ুনভারতীয় ডাক বিভাগে বিভিন্ন পদে 21413 কর্মী নিয়োগ

Madhuchhanda Dhole

I am Madhuchhanda Dhole from Kolkata, West Bengal. I am a content writer, along with different trending news regarding jobs and scheme providers on my website, http://wbnews360.com. I provide updated news on my website to keep you updated in this competitive era.

Leave a Comment