MPSC Recruitment 2025: মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া

By Madhuchhanda Dhole

Published On:

Follow Us
MPSC Recruitment 2025

MPSC Recruitment 2025: মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশন পশু চিকিৎসা ক্ষেত্র এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই দুটি পদে বহু সংখ্যক কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করেছে। দুটি আলাদা পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন রাখা হয়েছে। যোগ্যপ্রার্থীরা অনলাইনে আবেদন করুন।

কোন কোন পদে নিয়োগ হবে, কারা আবেদনের যোগ্য, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, পরীক্ষার ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়ে খুঁটিনাটি সংস্থার ওয়েবসাইটে জারি করা হয়েছে। এই প্রতিবেদনে গুরুত্বপূর্ণ তথ্যাদি তুলে ধরা হলো।

Overview of MPSC Recruitment 2025:

Important Date (গুরুত্বপূর্ণ তারিখ):

Application Starting Date
(আবেদন শুরুর তারিখ)
19/04/2025
Application Ending Date
(আবেদনের শেষ তারিখ)
19/05/2025
Fees Submission Date Upto
(ফি জমা দেওয়া যাবে)
* 19/05/2025 (Online)
* 22/05/2025 (SBI challan, Bank Hours)
Admit Card Issue Date
(অ্যাডমিট কার্ড দেওয়ার তারিখ)
পরীক্ষার আগে জানানো হবে
Examination/Interview Date
(পরীক্ষার/ইন্টারভিউয়ের জন্য নির্ধারিত তারিখ)
পরে জানানো হবে

Important Keywords of MPSC Recruitment 2025 (গুরুত্বপূর্ন বিষয়সমূহ):

Name of the Post (পদের নাম)Livestock Development Officer and Assistant Professor
Recruiting Agency (নিয়োগকারী সংস্থা)Maharashtra Public Service Commission (MPSC)
Vacancy (শূন্যপদের সংখ্যা)3511
Examination Fee (আবেদন ফি)বিভিন্ন জাতির ক্ষেত্রে বিভিন্ন
Age Limit (বয়স সীমা)18-40 years;
Salary (বেতন)পদ অনুযায়ী বিভিন্ন
Required Work Experience
(কাজের অভিজ্ঞতা)
পদ অনুযায়ী বিভিন্ন
Mode of Application (আবেদনের মাধ্যম)Online
Website Link (https://mpsconline.gov.in/)Click

Job Vacancy According to the Post (শূণ্যপদের সংখ্যা):

Name of the PostNumber of Vacancies
Livestock Development Officer2795
Assistant Professor in Various Subjects716

Age Limit (বয়সসীমা):

CategoryMinimum & Maximum Age
Livestock Development Officer18 to 38 years
Assistant ProfessorUp to 40 years

Age Relaxation for MPSC Recruitment 2025 (বয়সের ছাড়):

Category (ক্যাটেগরি)Age Relaxation (বয়সের ছাড়)
SC/ST5 বছর
OBC3 বছর
PwBD (UR/EWS)10 বছর
PwBD (OBC)13 বছর
PwBD (SC/ST)15 বছর

Salary of MPSC Recruitment 2025 (বেতন): 

Name of Post Remuneration/ Salary (Rs.)
Livestock Development Officer56,100 – 1,77,500 (Level S-20)
Assistant Professor57,700 – 1,82,200 (Level S-10)

Required Academic Qualification (শিক্ষাগত যোগ্যতা):

Name of PostEducational Qualification
Livestock Development Officerপশুচিকিৎসা বিজ্ঞানে বা পশুচিকিৎসা ও পশুপালন বিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকতে হবে, যা ভেটেরিনারি কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত।
Assistant Professorপ্রাসঙ্গিক বিষয়ে এমডি, এমএস, ডিএনবি অথবা পিএইচডি ডিগ্রি থাকতে হবে, পাশাপাশি একটি স্বীকৃত মেডিক্যাল কলেজে 1 বছরের সিনিয়র রেসিডেন্ট হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

Experience (কাজের অভিজ্ঞতা):

Name of PostExperience (Years)
Livestock Development Officer
Assistant Professorমেডিক্যাল কলেজে 1 বছরের সিনিয়র রেসিডেন্ট হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে

Required Documents to be Submitted (আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস):

সমস্ত স্তরের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা মার্কশীট প্রমাণকারী ডকুমেন্ট, ভারতীয় নাগরিকত্বের প্রমাণ, পাসপোর্ট সাইজ ছবি এবং অভিজ্ঞতার উপযুক্ত সার্টিফিকেটের জেরক্স কপি নিজের সাক্ষর সহ জমা দিতে/আপলোড করতে হবে।

Caste-Wise Fees Amount (আবেদন ফিজের পরিমাণ):

CategoryLivestock Development OfficerAssistant Professor
URRs. 394 Rs. 799
EWS/OBC (NCL)/EWS/Orphans / DisabledRs. 449Rs. 449

Examination Fees Submission Mode (ফি জমা দেওয়ার মাধ্যম):

Mode of submissionDebit Card/Credit Card/Online/Net Banking/UPI

How to Apply for MPSC Recruitment 2025 (আবেদনের প্রক্রিয়া):

  • যোগ্য আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে।
  • তার জন্য প্রথমে সংশ্লিষ্ট ওয়েবসাইটে (https://mpsconline.gov.in) প্রবেশ করে ওয়ান টাইম রেজিস্ট্রেশনের মাধ্যমে নিজের রেজিস্ট্রেশন করাতে হবে।
  • এরপর সংস্থার ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিলাপ করতে হবে।
  • নোটিশে যে সমস্ত নথিপত্র উপযুক্ত মাপসহ আপলোড করতে বলা হয়েছে সেগুলি যথাযথভাবে আপলোড করতে হবে। (শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, পূর্বে কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, আইডি প্রুফ, নিজের ফটো ও স্বাক্ষর ইত্যাদি)
  • এরপর যারা পরীক্ষার ফি জমা দেওয়ার যোগ্য তাদের অনলাইনে তা জমা দিতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করে ফর্মটি জমা করে তার একটি অংশ নিজের কাছে ডাউনলোড করে রাখতে হবে।

Recruitment Process (নিয়োগ প্রক্রিয়া):

PostSteps
Livestock Development OfficerInterview/Screening Test
Assistant Professors* Educational Qualification & Experience
* Screening Test 
* Interview

Important Links of MPSC Recruitment 2025 (প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ লিঙ্ক):

Official Website (অফিশিয়াল ওয়েবসাইট)Click
Official Notice or Advertisement (অফিশিয়াল নোটিশ/ বিজ্ঞপ্তি)Click on notification 1
Click on notification 2

Click to Read More: CSIR AMPRI Recruitment 2025

Disclaimer: সংস্থার ওয়েবসাইট থেকে উপরোক্ত তথ্যাদি তুলে ধরা হয়েছে। ফর্ম ফিলাপের আগে বিস্তারিত জানতে আবেদনকারীরা অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই ভিজিট করুন।

Madhuchhanda Dhole

I am Madhuchhanda Dhole from Kolkata, West Bengal. I am a content writer, along with different trending news regarding jobs and scheme providers on my website, http://wbnews360.com. I provide updated news on my website to keep you updated in this competitive era.

Leave a Comment