National Museum Recruitment 2025: জাতীয় প্রদর্শনশালায় সহকারি নিয়োগ

National Museum Recruitment 2025: ভারতীয় জাতীয় জাদুঘর বা প্রদর্শনশালায় চুক্তিভিত্তিক ভাবে দুইজন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যূনতম এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলে তার সঙ্গে ফেব্রিক অথবা অ্যাপেরেল সাইন্সে অথবা টেক্সটাইল ডিজাইনে মাস্টার ডিগ্রী থাকলে আবেদন করতে পারেন।

কোন কোন পদে নিয়োগ হবে, কারা আবেদনের যোগ্য, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, পরীক্ষার ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়ে খুঁটিনাটি সংস্থার ওয়েবসাইটে জারি করা হয়েছে। এই প্রতিবেদনে গুরুত্বপূর্ণ তথ্যাদি তুলে ধরা হলো।

Overview of National Museum Recruitment 2025:

Important Date (গুরুত্বপূর্ণ তারিখ):

Application Starting Date
(আবেদন শুরুর তারিখ)
19/04/2025
Application Ending Date
(আবেদনের শেষ তারিখ)
19/05/2025 (5 PM)
Examination/Interview Date
(পরীক্ষার/ইন্টারভিউয়ের জন্য নির্ধারিত তারিখ)
পরে জানানো হবে

Important Keywords (গুরুত্বপূর্ন বিষয়সমূহ):

Name of the Post (পদের নাম)Research Assistant
Recruiting Agency (নিয়োগকারী সংস্থা)National Museum, Ministry of Culture
Vacancy (শূন্যপদের সংখ্যা)2
Types of Recruitment (নিয়োগের ধরণ)কন্ট্রাক্টচুয়াল
Age Limit (বয়স সীমা)35 years (29.04.2025)
Salary (বেতন)₹35,000/month
Experienceভালো সংস্থায় ন্যূনতম এক বছর কাজের পূর্ব অভিজ্ঞতা যা হয়েছে
Mode of Application (আবেদনের মাধ্যম)Offline
Website Link (https://nationalmuseumindia.gov.in/en)Click
E-Mail IDhttps://nationalmuseumindia.gov.in/en
Postal Address to send Application by Post (অফলাইনের জন্য পোস্টাল ঠিকানা)Administrative Officer, National Museum, Janpath, New Delhi – 110011

Required Academic Qualification (শিক্ষাগত যোগ্যতা):

Name of PostEducational Qualification
Research AssistantPG in Fabric & Apparel Science / Textile Design

Required Documents to be Submitted (আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস):

সমস্ত স্তরের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা মার্কশীট প্রমাণকারী ডকুমেন্ট, ভারতীয় নাগরিকত্বের প্রমাণ, পাসপোর্ট সাইজ ছবি এবং অভিজ্ঞতার উপযুক্ত সার্টিফিকেটের জেরক্স কপি নিজের সাক্ষর সহ জমা দিতে/আপলোড করতে হবে।

How to Apply for National Museum Recruitment 2025 (আবেদনের প্রক্রিয়া):

  • সংস্থার ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশন ডাউনলোড করে তার সাথে দেওয়া ফর্ম যথাযথভাবে অফলাইনে ফিলাপ করতে হবে।
  • উপযুক্ত তথ্যাদি নিজেও স্বাক্ষর সহ এনভেলাপে আবেদন পত্র সহ যুক্ত করে স্পিড পোস্ট অথবা নিজে গিয়ে নির্দিষ্ট পোস্টাল ঠিকানায় জমা দিয়ে আসতে হবে।

Recruitment Process (নিয়োগ প্রক্রিয়া):

  • শিক্ষাগত যোগ্যতা, পূর্ব কাজের অভিজ্ঞতা এবং ইন্টারভিউ এর ভিত্তিতে চূড়ান্ত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে।

Important Links of National Museum Recruitment 2025 (প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ লিঙ্ক):

Official Website (অফিশিয়াল ওয়েবসাইট)Click
Official Notice or Advertisement (অফিশিয়াল নোটিশ/ বিজ্ঞপ্তি)Click & Download

Postal Address for Post:

Administrative Officer
National Museum,
Janpath, New Delhi – 110011

Click to Read More: Rayat Shikshan Sanstha Recruitment 2025

Disclaimer: সংস্থার ওয়েবসাইট থেকে উপরোক্ত তথ্যাদি তুলে ধরা হয়েছে। ফর্ম ফিলাপের আগে বিস্তারিত জানতে আবেদনকারীরা অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই ভিজিট করুন।

Leave a Comment

x
Advertisements