NIT Sikkim Recruitment 2025: সিকিমের NIT (ন্যাশনাল ইন্সটিটিউশন অফ টেকনোলজি) বিভিন্ন পদে মোট 33 টি পোষ্টের জন্য কর্মী নিয়োগ করতে চলেছে। ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের বিধি অনুসারে এই নিয়োগ সম্পন্ন হবে। মূলত উচ্চপদস্থ স্থলে কর্মী নিয়োগের জন্য উচ্চশিক্ষার মাপকাঠি রাখা হয়েছে। উচ্চশিক্ষিত এবং মধ্যবয়স্ক থেকে রিটায়ার্ড ব্যক্তিরাও এই পদগুলির জন্য আর্থিক দিক থেকে বিভিন্ন কর্ম দ্বারা উপকৃত হবেন।
NIT Sikkim Recruitment 2025 এর আলোচ্য বিষয় সমূহ
কোন পদ্ধতিতে, কোন কোন পোস্টে, মোট কতগুলি পদে, কতজন কর্মী নিয়োগ করা হবে, তাদের শিক্ষাগত যোগ্যতাই বা কি, কিভাবে আবেদন করবেন, তারিখ ইত্যাদি এখানে আলোচনা করা হয়েছে।
NIT Sikkim Recruitment 2025 এর গুরুত্বপূর্ণ তারিখ সমূহঃ
- নোটিফিকেশন প্রকাশের দিন- 29/01/2025
- আবেদনের শেষ তারিখ- 10/03/2025, 5:00 PM এর মধ্যে।
আবেদন ও পদ সংক্রান্ত বিস্তারিত আলোচনা (NIT Sikkim Recruitment 2025)
- সংস্থার নাম- NIT (National Institute of Technology Sikkim), Sikkim
- পদের নাম ও মোট সংখ্যা- নন টিচিং পোস্ট, মোট 33 টি পদ।
- আবেদনের মাধ্যম ও পদ্ধতি – সংস্থার (NIT Sikkim) রেজিস্ট্রার এর উদ্দেশ্যে হার্ড কপি পাঠাতে হবে। অফলাইনে আবেদন করা যাবে নির্দিষ্ট সময়ের মধ্যে।
- আবেদন ফিজ- প্রার্থীরা বিনামূল্যে আবেদন করতে পারবেন
- কর্মী বাছাই এর পদ্ধতি- বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে বাছাই পদ্ধতি স্থির করা হয়েছে। গ্রুপ সি ও বি নন গেজেটেড পোস্ট গুলির ক্ষেত্রে কোন ইন্টারভিউ হবে না কেবলমাত্র ট্রেড টেস্ট নেওয়া হবে। বাকি পথগুলির জন্য লিখিত পরীক্ষার মাধ্যমে কর্মী বা প্রার্থী বাছাই করা হবে বলে সংস্থার ওয়েবসাইটে জানানো হয়েছে।
- যোগাযোগ মাধ্যম- প্রার্থীদের উদ্দেশ্যে বলা হয়েছে যে কোন কিছু জানার জন্য সংস্থার ইমেইল অথবা ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য জানা যাবে।
- প্রয়োজনীয় সংযুক্তকারী নথি- প্রার্থীদের নিজ সাক্ষর করা সমস্ত প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা প্রকাশকারি উপযুক্ত নথি, পূর্ব অভিজ্ঞতা এবং আইডি প্রুফ জমা দিতে হবে।
- আবেদনের ঠিকানা- The Registrar, NIT Sikkim, Ravangla, District Namchi, Sikkim, PIN – 737139
বিজ্ঞাপিত NIT Sikkim Recruitment 2025, শূন্যপদের সংখ্যা
পোস্টের নাম (Post) | শূন্যপদের সংখ্যা (Vacancies) এবং পে-লেভেল (As per 7th CPC) |
1. Registrar | 1 (UR); Pay Level (As per 7th CPC) |
2. Assistant Librarian | 1 (UR); Level 10 |
3. Technical Assistant (TA)/ Junior Engineer | 7 (OBC: 1, UR: 5, EWS: 1); Level 6 |
4. Superintendent | 1 (UR); Level 6 |
5. Senior Technician | 2 (OBC: 1, UR: 1); Level 4 |
6. Senior Assistant | 2 (UR); Level 4 |
7. Stenographer | 2 (UR); Level 4 |
8. Technician | 9 (OBC: 1, UR: 7, EWS: 1); Level 3 |
9. Junior Assistant | 3 (UR); Level 3 |
10. Office Attendant/Lab Attendant | 5 (SC: 1, OBC: 1, UR: 3); Level 1 |
মোট | 33 |
NIT Sikkim Recruitment 2025, বয়স সীমা ও শিক্ষাগত যোগ্যতা
পোস্টের নাম (Post) | বয়স সীমা (Age Limit) এবং শিক্ষাগত (Eligibility) |
1. Registrar | 56 Years; স্নাতকোত্তর ডিগ্রি 55% নম্বরসহ + সহকারী অধ্যাপক হিসেবে 15 বছরের অভিজ্ঞতা |
2. Assistant Librarian | 35 Years; প্রথম শ্রেণির B.E./B.Tech/MCA অথবা প্রকৌশল/বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা উত্তীর্ণ, খুব ভালো শিক্ষাগত রেকর্ডসহ |
3. Technical Assistant (TA)/ Junior Engineer | 33 Years; প্রথম শ্রেণির স্নাতক ডিগ্রি অথবা 50% নম্বরসহ স্নাতকোত্তর + কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পর্কে জ্ঞান |
4. Superintendent | 30 Years; 10+2 (বিজ্ঞান) 60% নম্বরসহ অথবা 1 বছরের ITI অথবা 2 বছরের ITI অথবা 3 বছরের প্রকৌশল ডিপ্লোমা |
5. Senior Technician | 33 Years; 10+2 (বিজ্ঞান) 60% নম্বরসহ অথবা 1 বছরের আইটিআই অথবা 2 বছরের আইটিআই অথবা 3 বছরের প্রকৌশল ডিপ্লোমা |
6. Senior Assistant | 33 Years; 10+2 পাশ + টাইপিং গতি 35 শব্দ প্রতি মিনিট + ওয়ার্ড প্রসেসিং ও স্প্রেডশিটে দক্ষতা |
7. Stenographer | — |
8. Technician | — |
9. Junior Assistant | — |
10. Office Attendant/Lab Attendant | — |
উক্ত পদ গুলির (NIT Sikkim Recruitment 2025) জন্য প্রার্থী বাছাই পদ্ধতি
সংস্থার ওয়েবসাইটে দেওয়া হয়েছে যে পদগুলির জন্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা ও তার পাশাপাশি কাজের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হবে। প্রার্থীকে আবেদন করা পদের জন্য লিখিত পরীক্ষা অথবা পেশাগত দক্ষতার ও পরীক্ষা দিতে হতে পারে। পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই হবে এবং অন্তিম পর্বে প্রার্থীর আসল তথ্যাবলী ও পরিচয় পত্র যাচাই এর মাধ্যমে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে।
NIT সিকিম নিয়োগ 2025 তে অ্যাপ্লিকেশনের বিধি সমূহ
বিধি সমূহ | পদক্ষেপ |
Application Form | প্রার্থীদের নির্ধারিত ফরম্যাটে অফলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্রটি NIT Sikkim-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। প্রার্থীরা বিনামূল্যে আবেদন করতে পারবেন। |
Documents to Submit | স্ব-প্রত্যয়িত নথি সংযুক্ত করতে হবে: শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)। জাতি/বিভাগ সংক্রান্ত সার্টিফিকেট। ফটো আইডি প্রুফ। |
Submission | পূরণ করা আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি সিলযুক্ত খামে প্রেরণ করতে হবে নিম্নলিখিত ঠিকানায়— The Registrar, National Institute of Technology Sikkim, Ravangla, District – Namchi, Sikkim, PIN – 737139, India |
Deadline | আবেদনের শেষ তারিখ: 10ই মার্চ 2025, বিকেল 5:00 PM। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে। |
Important Links-
- Website- NIT Sikkim Recruitment 2025
- Notification- Learn More
- E-mail Id- Click
- contact- Click
Read More SSC Examination Calendar 2025-26
1 thought on “NIT Sikkim Recruitment 2025: 33 টি পোষ্ট এ অশিক্ষক পদে অফলাইনে আবেদনের শেষ তারিখ 10 ই মার্চ 2025”