NITI Aayog Internship Scheme: NITI Ayog অন্যান্য বিভিন্ন সংস্থার মতো ছাত্র-ছাত্রীদের internship এর ব্যবস্থা করেছে। যেকোনো শাখায় স্নাতক বা স্নাতকোত্তর উত্তীর্ণ হলে আবেদনের যোগ্য। এখান থেকে যারা সফল হবে উত্তীর্ণ হবে তাদের সার্টিফিকেট দেয়া হবে যা তাদের ভবিষ্যতে যে কোন জায়গায় কাজের ক্ষেত্রে খুব সাহায্য করবে।
এর জন্য কি কি তথ্য লাগবে, কিভাবে আবেদন করবে, কোন ওয়েবসাইটে যেতে হবে ইত্যাদি বিষয়গুলো এই প্রতিবেদনে উল্লেখ করা হলো।
Overview of NITI Aayog Internship Scheme:
নীতি আয়োগ থেকে ইন্টার্নশিপ করার জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে সেগুলি উল্লেখ করা হলো-
Key Points of NITI Aayog Internship Scheme:
Name of Internship | The NITI Internship Scheme |
Institution | NITI Aayog |
Duration | নূন্যতম 6 সপ্তাহ থেকে 6 মাসের মধ্যে এটি সম্পন্ন হয় |
Applicable for | ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখার গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারে |
Application Mode | Online |
Stipend | এখানে স্টাইপেন্ডের ব্যবস্থা নেই |
Required Documents | নীতি আয়োগ থেকে ইন্টার্নদের কাজ করার জায়গা এবং ইন্টারনেট প্রদান করবে কিন্তু তাদের নিজস্ব ল্যাপটপ থাকতে হবে |
Objective | নতুন যোগ্যতা সম্ভব ছাত্র-ছাত্রীদের কাজ করার সুযোগ করে দেওয়া। |
Website of NITI Ayog | www.niti.gov.in |
Condition | যে সমস্ত ছাত্র-ছাত্রী ইন্ট্রানশিপ করতে চায় তাদের নীতি আয়োগ এর ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন করা যাবে প্রতিমাসের 10 তারিখের মধ্যে। যে মাসে internship করানো হবে তার অন্তত পক্ষে দুমাস আগে আবেদন করতে হবে। ভারতের অধিবাসী হতে হবে এবং ভারতের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট বা পোস্টরাজুয়েট করা থাকতে হবে। এমনকি বিদেশের পড়াশোনা করা ভারতীয়রাও আবেদনে যোগ্য। |
How to Apply for NITI Aayog Internship Scheme:
আবেদনের জন্য নিম্নলিখিত পদক্ষেপ গুলি করতে হবে-
- বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নিয়মিত সংস্থার ওয়েবসাইট দেখতে হবে।
- নিজের প্রয়োজনীয় তথ্যাদি গুছিয়ে রাখতে হবে।
- অনলাইনে নির্দিষ্ট ফর্ম ফিলাপ করে আবেদন করতে হবে।
- সংস্থার ইন্টার্নশীপে নির্বাচিত হলে তার শর্টলিস্টের মাধ্যমে জানা যাবে।
Important Link:
Read More: DRDO Internship 2025
Discliamer: সংস্থার ওয়েবসাইট থেকে উপরিক্ত তথ্যাদি তুলে ধরা হয়েছে। ফর্ম ফিলাপের আগে বিস্তারিত জানতে আবেদনকারীরা অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই ভিজিট করুন।