NPCIL Recruitment 2025 of 391 Scientific Assistant, Stipendiary Trainee, Paramedical & Non-Technical Posts at Kaiga Site: NPCIL এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ

By Madhuchhanda Dhole

Published On:

Follow Us
NPCIL Recruitment 2025

NPCIL Recruitment 2025: নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (NPCIL) বিভিন্ন পদে টেকনিক্যাল ও নন টেকনিক্যাল ক্ষেত্রে 391 জন কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করেছে। আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। চলবে এপ্রিল মাসের 1 তারিখ পর্যন্ত। যোগ্য প্রার্থীরা, তাড়াতাড়ি আবেদন করুন।

এই বিজ্ঞপ্তি সংক্রান্ত সমস্ত বিষয় সংস্কার ওয়েবসাইটে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনে গুরুত্বপূর্ণ তথ্য সমূহ তুলে ধরা হলো।

Ovwerview of NPCIL Recruitment 2025:

গুরুত্বপূর্ন তারিখ-

আবেদন ও রেজিস্ট্রশন শুরুর তারিখ12/03/2025 (10:00 Hrs)
আবেদন শেষ হবার তারিখ01/04/2025 (16:00 Hrs)
পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ01/04/2025

পদের নাম-

সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান, নার্স ও অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি বিভিন্ন পদ গুলিতে নিয়োগ হবে

নিয়োগকারী সংস্থা-

Nuclear Power Corporation of India Limited (NPCIL)

শূন্যপদের সংখ্যা-

391

PostNo. of Vacancy
Scientific Assistant – B 45
Stipendiary Trainee/Scientific Assistant (ST/SA)82
Stipendiary Trainee/Technician (ST/Technician)226
Assistant Grade – 1 (HR)22
Assistant Grade – 1 (F&A)4
Assistant Grade – 1 (C&MM)10
Nurse – A1
Technician/C (X-Ray Technician)1
total391

বয়স সীমা-

18-30 (01/04/2025 তারিখ পর্যন্ত) (সর্বোচ্চ বয়স বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন)

বয়সের ছাড়-

ক্যাটেগরি (Category)বয়সের ছাড় (Age Relaxation)
SC/ST5 বছর
OBC (NCL)3 বছর
PwBD 10-15 বছর
Ex-Servicemen15 বছর

বেতন- 

PostPay level with expected salary (Rs)
Scientific Assistant – B Level 6 & ₹ 54,162
Stipendiary Trainee/Scientific Assistant (ST/SA)স্টাইপেন্ড: ₹24,000–₹26,000,
স্থায়ী হওয়ার পর: ₹54,162
Stipendiary Trainee/Technician (ST/Technician)স্টাইপেন্ড: ₹20,000–₹22,000,
স্থায়ী হওয়ার পর: ₹33,201
Assistant Grade – 1 (HR/F&A/C&MM)Level 4, ₹39,015
Nurse – ALevel 7, ₹68,697
Technician/C (X-Ray Technician)Level 4, ₹39,015

শিক্ষাগত যোগ্যতা (NPCIL Recruitment 2025)-

PostEducational Qualification
Scientific Assistant – BDiploma in Engineering (Civil/Electrical/Mechanical/Electronics/Instrumentation) – 60% নম্বর বা B.Sc. (Computer Science) – 60% নম্বর
Stipendiary Trainee/Scientific Assistant (ST/SA)Diploma in Engineering (Electrical/Mechanical/Instrumentation/Electronics) – 60% নম্বর বা B.Sc. (Physics/Chemistry) – 60% নম্বর
Stipendiary Trainee/Technician (ST/Technician)SSC – 50% নম্বর (বিজ্ঞান ও গণিত) + 2 বছর ITI সার্টিফিকেট (প্রাসঙ্গিক ট্রেড)
Assistant Grade – 1 (HR/F&A/C&MM)Bachelor’s degree -50% নম্বর
Nurse – AHSC + Diploma in Nursing and Midwifery + বৈধ নার্সিং রেজিস্ট্রেশন
Technician/C (X-Ray Technician)HSC (বিজ্ঞান) + 1 বছর Medical Radiography সার্টিফিকেট + 2 বছরের অভিজ্ঞতা

আবেদন ফিজের পরিমাণ ও মাধ্যম-

অনলাইনে পরীক্ষার ফি জমা দিতে হবে। কেবলমাত্র নিম্নলিখিত জাতির আবেদনকারীদের পরীক্ষার জন্য ফ্রি দিতে হবে।

CategoryAmount
General/OBC/EWSRs.150 (Scientific Assistant, ST/SA, Nurse – A) / ₹100 (Other Posts)

NPCIL Recruitment 2025, নিয়োগ প্রক্রিয়া-

তিনটি ধাপে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে-

  • প্রথমে আবেদনকারীদের অনলাইনে পরীক্ষা নেওয়া হবে।
  • যারা এতে উত্তীর্ণ হবেন তাদের পার্সোনাল ইন্টারভিউ ও স্কিল টেস্ট এর জন্য ডাকা হবে।
  • দ্বিতীয় ধাপে যারা উত্তীর্ণ হবেন তাদের তথ্যাদি যাচাইয়ের জন্য ডাকা হবে।

এই তিনটি ধাপের পরিপ্রেক্ষিতে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে।

অনলাইনে পরীক্ষার খুঁটিনাটি-

Post TypeQuestion Pattern & Marks
scientific Assistant- B & ST/SAবিষয়ের উপর 50 M.C.Q. এর জন্য 100 নম্বর থাকবে।
ST/Technician
Nurse – A
Technician/C
Preliminary test – 50 MCQ,
Advanced Test- 50 MCQ
Assistant Grade – 1Preliminary test – 50 MCQ,
Advanced Test- 50 MCQ

পরীক্ষা নেওয়ার পদ্ধতি ও নম্বর-

বিষয়প্রশ্নের মান ও সংখ্যা
General/Financial Awareness25
Quantitative & Reasoning Aptitude25
Computer Knowledge25
General English25
Total100

আবেদনের মাধ্যম-

অনলাইন

How to Apply for NPCIL Recruitment 2025 (আবেদনের প্রক্রিয়া)-

  • আবেদনকারী কে প্রথমে সংস্কার অফিশিয়াল ওয়েবসাইটে (www.npcil.nic.in) করতে হবে।
  • তারপর “ক্যারিয়ার সেকশন” নিয়ে গিয়ে “রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট” অপশন এ ক্লিক করতে হবে।
  • এরপর “অ্যাপ্লাই অনলাইন” নিয়ে গিয়ে একটি যথাযথ ইমেইল আইডি ও ফোন নাম্বার দিয়ে নিজের রেজিস্ট্রেশন করাতে হবে।
  • এরপর ফরমটি যথাযথভাবে ফিলাপ করতে হবে এবং বিজ্ঞপ্তিতে যে মাপের ছবি সই ও সার্টিফিকেট আপলোড করতে বলা হয়েছে সেগুলি করতে হবে। প
  • পরীক্ষার জন্য আবেদন ফি বাবদ অনলাইনে টাকা জমা দিতে হবে।
  • সমস্ত কাজ সম্পূর্ণ হওয়ার পর সাবমিট বোতামে ক্লিক করে ফর্মটি সাবমিট করে তার একটি প্রিন্ট আউট নিজের কাছে রাখতে হবে।

অনলাইনে- Website

Important link of NPCIL Recruitment 2025:

Official NotificationClick
NotificationDownload
Apply NowClick

Know More: ITBPF Recruits Constable in 2025

Madhuchhanda Dhole

I am Madhuchhanda Dhole from Kolkata, West Bengal. I am a content writer, along with different trending news regarding jobs and scheme providers on my website, http://wbnews360.com. I provide updated news on my website to keep you updated in this competitive era.

Leave a Comment