PG Diploma in Yoga in BU 2025: বর্ধমান বিশ্ববিদ্যালয় পিজি ডিপ্লোমা কোর্স

PG Diploma in Yoga in BU 2025: বর্ধমান বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তরে যোগা ওপর ডিপ্লোমা করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যূনতম স্নাতক হলে আবেদন করতে পারবেন। যারা যোগা নিয়ে পরবর্তী ক্ষেত্রে পড়াশোনা করতে চান তারা দ্রুত আবেদন করুন। এপ্রিল মাসের 15 তারিখে আবেদন শেষ হবে। আবেদন করতে হবে অনলাইনে। মোট শূন্য পদের সংখ্যা 51 টি। ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হলে আবেদন করতে পারবেন।

কিভাবে ফর্ম ফিলাপ করবেন, এই করছে কত খরচ, কারা করছে সুযোগ পাবেন ইত্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সরকারিভাবে নোটিশ দেওয়া হয়েছে। ফর্ম ফিলাপ কোন মাধ্যমে করবেন সেটিও বলা আছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরা হলো। একনজরে গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানতে এই প্রতিবেদনটি সম্পন্ন পড়ুন।

Overview of PG Diploma in Yoga in BU 2025:

Important Date (গুরুত্বপূর্ন তারিখ):

Advertisement Date
(বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ)
28/03/2025
Application Starting Date
(আবেদন শুরুর তারিখ)
28/03/2025
Application Ending Date
(আবেদনের শেষ তারিখ)
15/04/2025
Provisional Merit List Publication (Phase-1)17/04/2025
Document Verification and Admission (Phase-1)21/04/2025 – 23/04/2025
Provisional Merit List Publication (Phase-2)24/04/2025
Document Verification and Admission (Phase-2)25/04/2025 – 28/04/2025
কোর্স শুরুর সম্ভাব্য তারিখ1st Week of May, 2025

Important Keywords of PG Diploma in Yoga in BU 2025 (গুরুত্বপূর্ন বিষয়সমূহ):

Name of the CourseP.G. Diploma in Yoga course
InstitutionUNIVERSITY OF BURDWAN
Vacancy (শূন্যপদের সংখ্যা)51
Course DurationTwo Semester
Session2024-25
Application Fee (আবেদন ফি)Rs. 500
Couse FeeRs. 15000
Eligibility* Graduation (10+2+3)
[ভারতের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হলে আবেদন করতে পারবেন]
* ABC ID অতি অবশ্যই দরকার
Mode of Application (আবেদনের মাধ্যম)Online
Website (https://www.buruniv.ac.in)Click

Vacancy According to the Cast Division (শূন্যপদের কার্স্ট অনুসারে বন্টন):

CategoryVacancy
SC13
ST4
DA-UR980
EWS6
SP1
UR26
Total51

Age Relaxation (বয়সের ছাড়):

সরকারি নিয়ম অনুযায়ী

Required Documents to be Submitted (আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস):

  • মাধ্যমিক থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যন্ত সমস্ত স্তরের রেজাল্ট ও সার্টিফিকেট লাগবে।
  • কাস্ট সার্টিফিকেট জমা দিতে হবে।
  • অন্যান্য প্রয়োজনে তথ্যাদি জমা দিতে হবে।

Examination Fees Submission Mode (ফি জমা দেওয়ার মাধ্যম):

Mode of submissionDebit Card/Credit Card/Online/Net Banking/UPI

How to Apply for PG Diploma in Yoga in BU 2025 (আবেদনের প্রক্রিয়া):

  • যারা এই কোর্সে ভর্তি হতে চান তাদের ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখে নোটিফিকেশনটি ডাউনলোড করুন।
  • গুগল ফর্ম এর লিংক এখানে দেওয়া আছে সেটি যথাযথভাবে ফিলাপ করুন অথবা বিকল্প আরেকটি ডাউনলোড লিংক দেওয়া আছে সেখান থেকে গিয়েও ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইনের করার মাধ্যমে ফর্ম ফিলাপ করতে পারেন।
  • আবেদন করার সময় যে সমস্ত তথ্যাদি আপলোড করতে বলা হয়েছে উপযুক্ত মাপসহ সেগুলি আপলোড করতে হবে।
  • আবেদন করার জন্য যে ফি জমা দিতে হবে অনলাইনে সেটিও যথাযথভাবে সময়ের মধ্যে জমা দিয়ে আপলোড করতে হবে।

Recruitment Process (নিয়োগ প্রক্রিয়া):

স্নাতক স্তরের প্রাপ্ত নম্বর এর ভিত্তিতে এই কোর্সে ভর্তির জন্য নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে।

Important Links of PG Diploma in Yoga in BU 2025 (প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ন লিঙ্ক):

Official Website (অফিশিয়াল ওয়েবসাইট)Click
Official Notice or Advertisement (অফিশিয়াল নোটিশ/ বিজ্ঞপ্তি)Click & Download
Download LLL Adission Application FormClick
Applying Link (অ্যাপ্লাই)Click

Click to Read More: Jadavpur University Recruitment 2025

Disclaimer: সংস্থার ওয়েবসাইট থেকে উপরিক্ত তথ্যাদি তুলে ধরা হয়ে

Leave a Comment

x
Advertisements