PGCIL Recruits 28 Contractual Engineers in 2025: আপনি কি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার? পাওয়ার গ্রিড কর্পোরেশনে দ্রুত আবেদন করুন

PGCIL Recruits 28 Contractual Engineers in 2025: Power Grid Corporation of India Limited (PGCIL) সংস্থা সারা ভারত থেকে ফিল্ড সুপারভাইজার হিসাবে 28 জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়োগ করবে। পুরুষ মহিলা উভয়ই আবেদনের যোগ্য। তবে মহিলারা বেশি অগ্রাধিকার পাবেন। সংস্কার বর্তমানে চলা প্রজেক্টে কাজের নিয়োগের জন্য আবেদন চাওয়া হয়েছে। যোগ্যপ্রার্থীরা শীঘ্র আবেদন করবেন।

কোন কোন পদে নিয়োগ হবে, কারা আবেদনের যোগ্য, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, পরীক্ষার ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়ে খুঁটিনাটি সংস্থার ওয়েবসাইটে জারি করা। এই প্রতিবেদনে গুরুত্বপূর্ণ তথ্যাদি তুলে ধরা হলো।

Overview of PGCIL Recruits 28 Contractual Engineers in 2025:

Important Date (গুরুত্বপূর্ন তারিখ):

Application Starting Date
(আবেদন শুরুর তারিখ)
05/03/2025
Application Ending Date
(আবেদন শেষ হবার তারিখ)
25/03/2025

Important Keywords about PGCIL Recruits 28 Contractual Engineers in 2025 (গুরুত্বপূর্ন বিষয়সমূহ):

Name of the Post (পদের নাম)Field Supervisor (Safety)
Recruiting Agency (নিয়োগকারী সংস্থা)Power Grid Corporation of India Limited (PGCIL)
Type of Recruitment & Time (নিয়োগের ধরন ও সময়)Contractual; নির্বাচিত প্রার্থীদের 02 বছরের জন্য কন্ট্রাক্ট করে নিযুক্ত করা হবে এবং তা প্রজেক্ট যতদিন চলবে সেই অনুযায়ী কাজের সময়সীমা বাড়ানো হবে, যা সর্বোচ্চ 05 বছর বর্ধিত হবে।
Vacancy (শূন্যপদের সংখ্যা)28
Age Limit (বয়স সীমা)অফিসিয়াল ওয়েবসাইট দেখুন
Salary (বেতন)₹23,000 – ₹1,05,000
Required Work Experience
(কাজের অভিজ্ঞতা)
উক্ত পদে অন্ততপক্ষে এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
Mode of Application (আবেদনের মাধ্যম)Online
Website Link (অনলাইনের লিঙ্ক)Click

Job Vacancy According to the Post (শূণ্যপদের সংখ্যা):

Name of the PostNumbers of Vacancy
Field Supervisor (Safety)28

Salary (বেতন)- 

Name of Post Salary (Rs.)
Field Supervisor (Safety)₹23,000 – ₹1,05,000; এর সাথে সরকারি চাকরির নিয়ম অনুসারে অন্যান্য খাতে প্রাপ্য অর্থ পাওয়া যাবে (HRA, IDA, medical coverage, EPF, and insurance etc.) এবং বার্ষিক বর্ধিত টাকা সহ ছুটির জন্য টাকাও পাওয়া যাবে।

Required Academic Qualification of PGCIL Recruits 28 Contractual Engineers in 2025 (শিক্ষাগত যোগ্যতা)-

Name of PostEducational Qualification
Field Supervisor (Safety)আবেদনকারীকে ইলেকট্রিক্যাল/ সিভিল/ মেকানিক্যাল অথবা ফায়ার এবং সেফটি ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ফুলটাইম ডিপ্লোমা হিসাবে 55% নম্বর নিয়ে যেকোনো স্বীকৃত কলেজ থেকে পাস করতে হবে। উপরিউক্ত উক্তক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

Required Documents to be Submitted for PGCIL Recruits 28 Contractual Engineers in 2025 (আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস)-

  • আবেদনকারীকে শিক্ষাগত যোগ্যতা প্রমাণের জন্য শিক্ষাগত সার্টিফিকেট, কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট, এবং পরিচয় পত্র হিসাবে উপযুক্ত নথি আপলোড করতে হবে।
  • তার সঙ্গে সমসাময়িক ছবি আপলোড করতে হবে।
  • যারা পরীক্ষার ফি বাবদ টাকা জমা করবেন তাদের উপযুক্ত চালান আপলোড করতে হবে।

Caste wise Fees Amount (আবেদন ফিজের পরিমাণ)-

CategoryAmount
SC/ST/Ex-ServicemenNo Fees
URRs. 300/-

Examination Fees Submission Mode (ফি জমা দেওয়ার মাধ্যম):

Mode of submissionDebit Card/Credit Card/Online/Net Banking/UPI

How to Apply (আবেদনের প্রক্রিয়া):

  • যোগ্য আবেদনকারী কে অনলাইনে আবেদন করতে হবে।
  • এরপর সংস্থার ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিলাপ করতে হবে।
  • এরপর যারা পরীক্ষার ফি জমা দেওয়ার যোগ্য তাদের অনলাইনে তা জমা দিতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করে ফর্মটি জমা করে তার একটি অংশ নিজের কাছে ডাউনলোড করে রাখতে হবে।

Recruitment Process (নিয়োগ প্রক্রিয়া):

স্ক্রিনিং টেস্টের মাধ্যমে যোগ্যপ্রার্থী নির্বাচন করা হবে।

Important Links for PGCIL Recruits 28 Contractual Engineers in 2025 (প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ন লিঙ্ক):

Official Website (অফিশিয়াল ওয়েবসাইট)Click on it
Apply (অ্যাপ্লাই)Click on it

Click to Read More: NPCIL এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ

Disclaimer: সংস্থার ওয়েবসাইট থেকে উপরিক্ত তথ্যাদি তুলে ধরা হয়েছে। ফর্ম ফিলাপের আগে বিস্তারিত জানতে আবেদনকারীরা অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যি ভিজিট করুন।

Leave a Comment

x
Advertisements