Beneficiaries of Free Coaching for Students’ Under PM Cares Project 2025 (Prime Minister Cares), a Central Govt. Project

By Madhuchhanda Dhole

Published On:

Follow Us
PM Cares Project 2025

PM Cares Project 2025: নয়া দিল্লি থেকে পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকার ছাত্র ছাত্রীদের শিক্ষা ক্ষেত্রে সহায়তার জন্য PM Cares Project 2025 প্রকল্প চালু করেছে। যেটি প্রধানমন্ত্রী কি আর প্রকল্প নামে পরিচিত। এতে শিশুদের পাশাপাশি তপশিলি জাতি উপজাতি এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের শিক্ষাগত মান উন্নয়নের জন্য মূলত চাকরির পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য উচ্চমানের কোচিং এর ব্যবস্থা করা হবে। এতে বিরাট সংখ্যক ছাত্র-ছাত্রীদের অনেক উপকার হবে। এটি ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় চালু হলেও সমাজ সঙ্গে সঙ্গে অনেক উন্নতি এই প্রকল্পের মধ্যে ঘটেছে।

Beneficiaries of PM Cares Project 2025:

  • এই কোচিং ব্যবস্থা‌ ছাত্র-ছাত্রীদের পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে যথেষ্ট সাহায্য করবে।
  • এই প্রকল্পের অন্তর্গত ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে জাতিগত এবং আর্থিক বিধি-নিষেধ অপসারিত হবে।
  • প্রতিবছর 3500 ছাত্রছাত্রী এই প্রকল্পের জন্য নির্বাচিত হবে। এদের মধ্যে 70% ছাত্র-ছাত্রী নির্বাচিত হবে তপশিলি জাতি থেকে 30% ওবিসি ছাত্র-ছাত্রী নির্বাচিত হবে এবং বাকি 30% পদ। মহিলা বা ছাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে।মহিলা বা ছাত্রীর সংখ্যা পূর্ণ না হলে তখন উক্ত জাতির মধ্য থেকে ছাত্রদের নির্বাচিত করা হবে।

যে পরীক্ষাগুলির জন্য কোচিং প্রদান করা হবে, সেগুলি হল-

Courses Examination
Civil Services Examinations (প্রশাসনিক চাকরির পরীক্ষা)কেন্দ্রীয় ও রাজ্য পাবলিক সার্ভিস কমিশন (UPSC, PSC)।

ব্যাংক, বীমা সংস্থা ও পাবলিক সেক্টর সংস্থাগুলির অফিসার-গ্রেড নিয়োগ পরীক্ষা।
Entrance Exams for Premier Institutions (প্রিমিয়ার ইনস্টিটিউটের প্রবেশিকা পরীক্ষা)Engineering (IIT-JEE), Medicine (NEET), management (CAT), এবং Law (CLAT)
International Studies for Standardized Tests (আন্তর্জাতিক শিক্ষার জন্য পরীক্ষাসমূহ)GRE, GMAT, IELTS, TOEFL, এবং SAT
Defence-related Examinations (প্রতিরক্ষা সংক্রান্ত পরীক্ষা)ন্যাশনাল ডিফেন্স একাডেমি (NDA)।

কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস (CDS)।

Condition to be Selected in this Scheme, PM Cares Project 2025:

এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে গেলে যেসব শর্ত পূরণ করতে হবে, সেগুলি হল S.C. , O.B.C. পরিবারের ছাত্র-ছাত্রীদের বার্ষিক আয় 8 লক্ষের কম হতে হবে। এবং পূর্ববর্তী বোর্ডের পরীক্ষায় ন্যূনতম 50 শতাংশ নাম্বার পেতে হবে।

Economic Beneficiers:

  • এই প্রকল্প থেকে ছাত্র-ছাত্রীরা অনেক আর্থিক সহায়তা পাবে। যেমন বছরে 20000 থেকে 75000 টাকা পর্যন্ত (কোর্সের ধরনের পরিপ্রেক্ষিতে) কোচিং ফি বাবদ সমস্ত খরচা সরকার বহন করবে।
  • ছাত্র-ছাত্রীদের প্রতি মাসে 4000 টাকা স্টাইপেন হিসাবে দেওয়া হবে (সর্বোচ্চ 12 মাস পর্যন্ত)।
  • যেসব ছাত্র-ছাত্রী সিভিল সার্ভিস ও রাজ্য সার্ভিসের বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের ইন্টারভিউ এর প্রস্তুতির জন্য অতিরিক্ত 15000 টাকা দেওয়া হবে।

Selection process in PM Cares Project 2025:

  • এই প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে।
  • প্রকল্পের অন্তর্গত কেন্দ্র বিশ্ববিদ্যালয় গুলি আবেদন পর্যালোচনা করে মেধার মাধ্যমে সংক্ষিপ্ত তালিকা নির্ণয় করবে।
  • তবে যেসব ছাত্রছাত্রীরা প্রধানমন্ত্রী কেয়ার প্রকল্পের অন্তর্গত তাদের সরাসরি ভর্তি নেওয়া হবে। তাদের জন্য কোন নির্বাচনী প্রক্রিয়া থাকবে না।

Scheme Operators and Implementation Unit:

  • এই সমস্ত বিষয়গুলি ডক্টর বি আর আম্বেদকর ফাউন্ডেশন এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির সহযোগিতায় বাস্তবায়িত হবে। প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে নূন্যতম ৫০ জন ছাত্র ছাত্রী ভর্তি হতে পারবে এবং তাদের সর্বাধিক চারটি করছে শিক্ষা প্রদান করা হবে।
  • প্রতিটি কোচিং সেন্টার ছাত্র-ছাত্রীদের উপস্থিতির রেকর্ড রাখবে এবং সেগুলি নিয়মিত পরিচালন সমিতির কাছে দায়বদ্ধ থাকবে। অনলাইনের মাধ্যমে সমস্ত ব্যবস্থা পরিচালিত হবে।

Disclaimer:

উপরিউক্ত তথ্য গুলি সরকারি সংস্থার রিপোর্ট রিপোর্ট অনুযায়ী প্রতিবেদন হিসাবে প্রকাশ করা হয়েছে এতে লেখকের নিজস্ব কোন মতামত বা বক্তব্য নেই। বিস্তারিত জানতেও নিচে উল্লেখিত অফিশিয়াল নোটিফিকেশন দেখুন।

Official Notification Link – Click on it

Read More- দুয়ারে সরকার ক্যাম্প ২০২৫

Madhuchhanda Dhole

I am Madhuchhanda Dhole from Kolkata, West Bengal. I am a content writer, along with different trending news regarding jobs and scheme providers on my website, http://wbnews360.com. I provide updated news on my website to keep you updated in this competitive era.

1 thought on “Beneficiaries of Free Coaching for Students’ Under PM Cares Project 2025 (Prime Minister Cares), a Central Govt. Project”

Leave a Comment