POCO F7 5G Model টি 20 MP Camera যুক্ত নতুন একটি মডেল, যা গত 1st July 2025 POCO লঞ্চ করেছে। মডেলটি লঞ্চ হওয়ার সময় দাম করা হয়েছে ₹31,999। তবে দাম একটু বেশি হলেও মডেলটি ফিচারে ভরপুর। মডেলটি দেখতেও যথেষ্ট আকর্ষণীয়।
ফোনটি কেনার আগে ভালো করে মডেলটি সম্পর্কে জেনে নিন বিস্তারিতভাবে। বিশেষ করে কি কি ফিচারের মধ্যে রাখা হয়েছে তার মূল্য কত এবং এর পারফরমেন্স কি রকম হতে পারে।
POCO F7 5G Model এর দাম ও স্টোরেজ?
এই মডেলটি বহু মানুষ সার্চ করেছেন গত সাত দিনে। যেহেতু মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে ফোনটির দাম রাখা হয়েছে, তাই চাহিদা যথেষ্ট বেশি এটি এন্ড্রয়েড ভি ফিফটিন (Android v15) এবং ক্যাশব্যাক এর সুবিধা সহ ইএমআই সাপোর্টও (with EMI Facility) এখানে রাখা হয়েছে।
ফোনের ইন্টারনাল স্টোরেজ 12 GB RAm রাখা হয়েছে। এতে দুটি সিমের স্লট আছে, অবশ্যই ন্যানো সিম এতে সাপোর্ট করবে এবং 5G র সংযোগ পাওয়া যাবে। ইন্টারনাল স্টোরেজের ক্যাপাসিটিও যথেষ্ট বেশি (256 GB – 512 GB)। অপর গুরুত্বপূর্ণ ফেসিলিটি হলো এটি ধুলো এবং জল প্রতিরোধ (Dust and Water Resistance) ক্ষমতা সম্পন্ন।
Read More: খুব শীঘ্রই বিপুল ফিচার সহ আনতে চলেছে এক আকর্ষণীয় মোবাইল
Flipkart এ এই মডেলটি পাওয়া যাচ্ছে 12 GB + 256 GB ₹31,999 দামে। মোবাইলটি ব্ল্যাক ও শ্লীল কালারের কম্বিনেশনে রাখা হয়েছে।
এই মডেলটি কিনতে চাইলে লঞ্চ অফারের মাধ্যমে এক হাজার টাকার সরাসরি ক্যাশব্যাক এবং তিন মাসের নো-কস্ট EMI অপশন বেছে নিতে পারেন গ্রাহকরা। এর পাশাপাশি আমাজন বা ফ্লিপকার্ট এর মত অনলাইন সাইটে নিজেদের পুরনো মোবাইল এক্সচেঞ্জের এবং ক্রেডিট কার্ড পেমেন্ট একাধিক অফার থাকছে গ্রাহকদের জন্য।

এই মডেলটি যথেষ্ট স্টাইলিশ এবং ডুয়াল গ্লাস ডিজাইন যুক্ত অর্থাৎ কোম্পানি ফোনের সুরক্ষার দিকেও যথেষ্ট নজর রেখেছে। এটি মেটাল মিডিল ফ্রেম যুক্ত। ব্যাটারি যথেষ্ট শক্তিশালী হওয়ায় চার্জের সংরক্ষণ এবং ফোনে গেম খেলা অথবা ইন্টারনেটে কাজ করার ক্ষেত্রেও ফোনটি যথোপযুক্ত। এটি কোম্পানি দাবি করেছে যে এত ফিচার যুক্ত দামের মধ্যে ভারতের প্রথম এই ফোনটি poko কোম্পানি থেকেই লঞ্চ করা হয়েছে।
POCO F7 5G Model র স্পেসিফিকেশন
1. Processor – এই মডেলটি কোয়ালকম স্ন্যাপড্র্যাজগন (Qualcomm snapdragon) 8s Gen 4 এবং অক্টাকোর প্রসেসর যুক্ত, এতে 12 GB RAM ব্যবহার করা হয়েছে।
2. Display – এই মডেলটির (POCO F7) ডিসপ্লে 6.83 inches (17.35 cm), AMOLED (Curved Display)। এল.ই.ডি. এখানে পাওয়া যাবে। এর পিক্সেল 1280 x 2772 px। এতে 120 hz রিফ্রেশ রেট, গোরিলা গ্লাসের সুরক্ষাযুক্ত এবং বেজেল লেস উইথ পাঞ্চ হোল ডিসপ্লে সুবিধে আছে। মোবাইলটি ব্ল্যাক ও শ্লীল কালারের কম্বিনেশনে রাখা হয়েছে।
3. Camera – POCO F7 5G Model ফোনে 2 ধরনের ক্যামেরা আছে। রিয়ার ক্যামেরার সেটআপ হলো ট্রিপিল ক্যামেরাযুক্ত, যেটিতে 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যঙ্গেল প্রাইমারি ক্যামেরার হিসেবে দেওয়া হয়েছে এবং যার মধ্যে 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যঙ্গেল ক্যামেরা, LED Flash এবং 4k@60fps ক্যামেরা আছে, যার ফলে ভিডিও চলবে খুব সক্রিয় হবে, ছবি আটকাবে না জলের মতো ছবি হবে।
ফন্ট ক্যামেরার ক্ষেত্রে 20 MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ফুল এইচডি @60 fps ভিডিও রেকর্ডিং এর ব্যবস্থা আছে, ফলে ভিডিও চলবে খুব চকচকে হবে।
4. Battery – এত কম দামের মধ্যে কোম্পানি 7550mAh ক্যাপাসিটির ব্যাটারি দিচ্ছে যেটি সত্যি অতুলনীয়। এছাড়াও 90w টার্বো চার্জিং ও ইউ.এস.বি. টাইপ সি পোর্ট যুক্ত, এতে খুব দ্রুত মোবাইলটি চার্জ হয়ে যাবে এবং বহুক্ষণ বিনাচার্যে মোবাইলটি চালানো যাবে।
এতসব লোভনীয় ফিচার সহ (POCO F7 5G) এই মডেলটি অনেক বেশি স্টোরেজ ক্যাপাসিটি এবং হেভি ডিউটি ব্যাটারি সম্পন্ন হওয়ায় তার সঙ্গে আরও অনেক সুযোগ সুবিধা থাকার জন্য মোবাইলটি যথেষ্ট পরিমাণে গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করেছে, তাই আর দেরি না করে যারা ভাবছেন একটা কম বাজেটের মধ্যে ভালো ফিচারসহ মোবাইল কিনবেন তারা এক্ষুনি Flipkart এ অর্ডার করুন, দেরি করলে স্টক শেষ হয়ে যাবার ও সম্ভাবনা আছে, তাই আর দেরি করবেন না।