Punjab and Sind Bank LBO Recruitment 2025: পাঞ্জাব এবং সিন্ধ ব্যাংক, স্থানীয় ব্যাংক অফিসার (Local Bank Officer or, LBO) পোস্টে বেশকিছু অফিসার নিয়োগ করতে চলেছে। মোট 110 টি পোস্টে এই সংস্থা তরফ থেকে নিয়োগ প্রক্রিয়া চলবে। যোগ্য প্রার্থীরা ব্যাংকের ওয়েবসাইটে (punjabandsindbank.co.in) গিয়ে আবেদন করুন।
এই নিয়োগ প্রক্রিয়া পুরো ভারতের বিভিন্ন রাজ্যে হবে। বিস্তারিত আলোচনা জানতে প্রতিবেদনটি পড়ুন।
Post Name- স্থানীয় ব্যাংক অফিসার (Local Bank Officer)
No. of Post- 110 টি
Application Mode- অনলাইন
Application system- আবেদনকারী কে ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে পরীক্ষা বা বোধ ফি অনলাইনে জমা করে কেবলমাত্র অনলাইনে (punjabandsindbank.co.in) নির্দিষ্ট ফর্ম ফিলাপের মাধ্যমে আবেদন ক্রিয়া সম্পন্ন করতে হবে।
Application Date and Duration- 7ই ফেব্রুয়ারী 2025 থেকে 28এ ফেব্রুয়ারী 2025
E-mail to know more: ho.hrd@psb.co.in
Application Fees of Punjab and Sind Bank LBO Recruitment 2025
Caste Category
Application Fees
SC/ST/PWD
100 + প্রযোজ্য কর + পেমেন্ট গেটওয়ে চার্জ
General, EWS & OBC
850 + প্রযোজ্য কর + পেমেন্ট গেটওয়ে চার্জ
State wise no. of Post in Punjab and Sind Bank LBO Recruitment 2025
State
Post
অরুণাচল প্রদেশ
5
আসাম
10
কর্ণাটক
10
পাঞ্জাব
25
গুজরাট
30
মহারাষ্ট্র
30
Age Limit:
চাকরি প্রার্থীদের জন্মের তারিখ 02/02/1995 থেকে 01.02.2005 এর মধ্যে হতে হবে। সেই অনুযায়ী বয়সের সীমা 20 – 30 বছরের এর মধ্যে হওয়া উচিত।
বিভিন্ন ক্যাটেগরি অনুযায়ী বয়সে ছাড় পাওয়া যাবে।
Candidates Eligibility for Punjab and Sind Bank LBO Recruitment 2025 for 110 posts Recruitment:
চাকরিপ্রার্থীকে ভারত সরকারের স্বীকৃত প্রাপ্ত কোন বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রী অর্জন করতে হবে, অথবা সমতুল্য যেকোনো কেন্দ্র সরকারি প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ডিগ্রি থাকতে হবে।
আবেদনকারীর কাছে স্নাতক ডিগ্রির শংসাপত্র অথবা মার্কশীট থাকা বাঞ্ছনীয় এবং আবেদন করার সময় আবেদনকারী কে অনলাইনে রেজিস্ট্রেশন এর সময় তার প্রাপ্য নম্বর শতকরা হিসাবে উল্লেখ করতে হবে।
I am Madhuchhanda Dhole from Kolkata, West Bengal. I am a content writer, along with different trending news regarding jobs and scheme providers on my website, http://wbnews360.com. I provide updated news on my website to keep you updated in this competitive era.