RRB ALP Notification 2025: ভারতীয় রেলে কর্মী নিয়োগ

RRB ALP Notification 2025: ভারতীয় রেলে সারাদেশ জুড়ে বিভিন্ন অঞ্চলে কয়েক হাজার লোকো পাইলট নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। নূন্যতম মাধ্যমিক পাস করলে আবেদনের যোগ্য। আবেদন অনলাইনে করতে হবে এবং অনলাইনে বেশ কয়েকটি ধাপের মধ্য দিয়ে পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। নূন্যতম বয়স 18 বছর হলেই আবেদন করতে পারবেন। ইচ্ছুক প্রার্থীরা আবেদন করুন।

কোন কোন পদে নিয়োগ হবে, কারা আবেদনের যোগ্য, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, পরীক্ষার ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়ে খুঁটিনাটি সংস্থার ওয়েবসাইটে জারি করা হয়েছে। এই প্রতিবেদনে গুরুত্বপূর্ণ তথ্যাদি তুলে ধরা হলো।

Overview of RRB ALP Notification 2025:

Important Date (গুরুত্বপূর্ণ তারিখ):

Advertisement Date
(বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ)
12/04/2025
Application Starting Date
(আবেদন শুরুর তারিখ)
12/04/2025
Application Ending Date
(আবেদনের শেষ তারিখ)
11/05/2025 (23:59 Hours)
Last Date for Paying Application Fee13/05/2025 (23:59 Hours)
Admit Card Issue Date
(অ্যাডমিট কার্ড দেওয়ার তারিখ)
পরীক্ষার আগে জানানো হবে
Correction Window for submitted Application Form14/05/2025 to 23/05/2025
Examination/Interview Date
(পরীক্ষার/ইন্টারভিউয়ের জন্য নির্ধারিত তারিখ)
পরে জানানো হবে

Important Keywords of RRB ALP Notification 2025 (গুরুত্বপূর্ন বিষয়সমূহ):

Name of the Post (পদের নাম)Assistant Loco Pilot (ALP)
Recruiting Agency (নিয়োগকারী সংস্থা)Railway Recruitment Boards (RRBs)
Vacancy (শূন্যপদের সংখ্যা)9970
Types of Recruitment (নিয়োগের ধরণ)Regular
Examination Fee (আবেদন ফি)বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন
Age Limit (বয়স সীমা)18 – 30 years (01/07/2025)
Salary (বেতন)Rs. 19,900/month (Level 2)
Mode of Application (আবেদনের মাধ্যম)Online
Website Link (https://www.rrbapply.gov.in/)
E-Mail IDrrbhelp@csc.gov.in

Job Vacancy According to the Post for RRB ALP Notification 2025 (শূণ্যপদের সংখ্যা):

Railway ZoneNo. of Vacancy
Western Railway, Ahmedabad497
North Western Railway, Ajmer679
West Central Railway, Ajmer141
Northern Railway, Prayagraj80
North Central Railway, Prayagraj508
Western Railway, Bhopal46
West Central Railway, Bhopal618
East Coast Railway, Bhubaneswar928
South East Central Railway, Bilaspur568
Northern Railway, Chandigarh433
Southern Railway, Chennai362
North Eastern Railway, Gorakhpur100
Northeast Frontier Railway, Guwahati30
Northern Railway, Jammu – Srinagar08
South Eastern Railway, Kolkata262
Eastern Railway, Kolkata458
Eastern Railway, Malda410
South Eastern Railway, Malda24
South Central Railway, Mumbai22
Central Railway, Mumbai376
Western Railway, Mumbai342
East Central Railway, Muzaffarpur89
East Central Railway, Patna33
East Central Railway, Ranchi578
South Eastern Railway, Ranchi635
South Central Railway, Secunderabad967
East Coast Railway, Secunderabad533
Northeast Frontier Railway, Siliguri95
Southern Railway, Thiruvananthapuram148
Total9970

Age Relaxation for RRB ALP Notification 2025 (বয়সের ছাড়):

Category (ক্যাটেগরি)Age Relaxation (বয়সের ছাড়)
SC/ST5 বছর
OBC (NCL)3 বছর
PwBD (UR/EWS)10 বছর
PwBD (OBC)13 বছর
PwBD (SC/ST)15 বছর

Educational Qualification:

  • মাধ্যমিক/এস.এস.এল.সি পাশের সঙ্গে আই.টি.আই (এন.সি.ভি.টি/এস.সি.ভি.টি স্বীকৃত) নিম্নলিখিত ট্রেডে: ফিটার, ইলেকট্রিশিয়ান, ইন্সট্রুমেন্ট মেকানিক, মিলরাইট/মেইনটেন্যান্স মেকানিক, মেকানিক (রেডিও ও টিভি), ইলেকট্রনিক্স মেকানিক, মেকানিক (মোটর ভেহিকেল), ওয়ারম্যান, ট্র্যাক্টর মেকানিক, আর্মেচার ও কয়েল উইন্ডার, মেকানিক (ডিজেল), হিট ইঞ্জিন, টার্নার, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং মেকানিক, অথবা
  • উপরের যেকোনো ট্রেডে কোর্স সম্পন্ন অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ সহ মাধ্যমিক/এস.এস.এল.সি পাশ, অথবা
  • মাধ্যমিক/এস.এস.এল.সি পাশের সঙ্গে যেকোনো একটি বা সংযুক্ত ক্ষেত্রে 3 (তিন) বছরের ডিপ্লোমা: মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স/অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, অথবা
  • উপরোক্ত ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি (ডিপ্লোমার বিকল্প হিসাবে)।

Experience (কাজের অভিজ্ঞতা): পূর্বে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।

Required Documents to be Submitted (আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস):

সমস্ত স্তরের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা মার্কশীট প্রমাণকারী ডকুমেন্ট, ভারতীয় নাগরিকত্বের প্রমাণ, পাসপোর্ট সাইজ ছবি এবং অভিজ্ঞতার উপযুক্ত সার্টিফিকেটের জেরক্স কপি নিজের সাক্ষর সহ জমা দিতে/আপলোড করতে হবে।

Post-Wise Fees Amount (আবেদন ফিজের পরিমাণ):

CasteAmount
UR/OBCRs. 500
SC/ ST/ Ex-Servicemen/ Female/ Transgender/Minorities or EBCRs. 250

Examination Fees Submission Mode (ফি জমা দেওয়ার মাধ্যম):

Mode of submissionDebit Card/Credit Card/Online/Net Banking/UPI

How to Apply for RRB ALP Notification 2025 (আবেদনের প্রক্রিয়া):

  • যোগ্য আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে।
  • তার জন্য প্রথমে সংশ্লিষ্ট ওয়েবসাইটে (www.rrbapply.gov.in) প্রবেশ করে “Create Account” থেকে রেজিস্ট্রেশন করার পর ফর্ম ফিলাপ করতে হবে।
  • নোটিশে যে সমস্ত নথিপত্র উপযুক্ত মাপসহ আপলোড করতে বলা হয়েছে সেগুলি যথাযথভাবে আপলোড করতে হবে। (শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, পূর্বে কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, আইডি প্রুফ, নিজের ফটো ও স্বাক্ষর ইত্যাদি)
  • এরপর যারা পরীক্ষার ফি জমা দেওয়ার যোগ্য তাদের অনলাইনে তা জমা দিতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করে ফর্মটি জমা করে তার একটি অংশ নিজের কাছে ডাউনলোড করে রাখতে হবে।

Recruitment Process of RRB ALP Notification 2025 (নিয়োগ প্রক্রিয়া):

5টি ধাপের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে-

  • CBT-1
  • CBT-2
  • Computer Based Aptitude Test (CBAT)
  • Document Verification (DV)
  • Medical Examination (ME)

Important Links of RRB ALP Notification 2025 (প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ লিঙ্ক):

Click to Read More:

Disclaimer: সংস্থার ওয়েবসাইট থেকে উপরোক্ত তথ্যাদি তুলে ধরা হয়েছে। ফর্ম ফিলাপের আগে বিস্তারিত জানতে আবেদনকারীরা অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই ভিজিট করুন।

Leave a Comment

x
Advertisements