RRB Recruitment 2025 Group D, Extended Last Date, Exam Schedule and Shift: রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য আবেদনের শেষ তারিখ বাড়ানো হয়েছে এবং পরীক্ষার দিন ও সময় প্রকাশ করেছে রেল মন্ত্রক

By Madhuchhanda Dhole

Updated On:

Follow Us
RRB Recruitment 2025 Group D

RRB Recruitment 2025 Group D: ভারতীয় রেলের গ্রুপ ডি পদে নিয়োগের ফর্ম ফিলাপের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছিল। তা ফিলাপের শেষ তারিখ ছিল 22/02/25। কিন্তু এই তারিখ বাড়ানো হয়েছে 01/03/25 পর্যন্ত। বিজ্ঞপ্তি অনুযায়ী ক্লাস 10 পাস বা তার সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকলে 18 থেকে 36 বছরের মধ্যে বয়স, যে কোনো ব্যক্তি (মহিলা ও পুরুষ উভয়)এই চাকরির জন্য আবেদন করতে পারবে।

কোন পদ্ধতিতে পরীক্ষার জন্য আবেদন করা যাবে, গুরুত্বপূর্ণ তারিখ, কিভাবে পরীক্ষা পদ্ধতি চালানো হবে এবং নির্বাচনের পদ্ধতি এসব বিষয় নিয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হলো। এই পরীক্ষা জন্য আবেদন সংক্রান্ত খুঁটিনাটি জানতে প্রতিবেদনটি পড়ুন।

Overview of RRB Recruitment 2025 Group D:

  • কাজের নাম- ভারতীয় রেলের গ্রুপ ডি
  • সংস্থার নাম- Railway Recruitment Board (RRB)
  • পদের নাম- Level 1 পোষ্ট
  • পদের ধরণ- 14 টি
  • মোট শূন্য পদ- 32438
  • বেতন- শুরুতে Rs.18000 (7th CPC Pay Matrix)
  • আবেদনের মাধ্যম- Online
  • আবেদন শুরুর তারিখ- 22/01/2025
  • আবেদন শেষের তারিখ (পূর্ব নির্ধারিত)- 22/02/2025
  • আবেদনের জন্য বর্ধিত তারিখ- 01/03/2025
  • আবেদনের ফিজ জমা দেওয়া যাবে- 03/03/2025
  • ফর্ম ফিলাপের কোন ত্রুটি সংশোধন এর জন্য বর্ধিত তারিখ- 04/03/2025
  • পরীক্ষা ফিজ জমা- পরীক্ষার জন্য ফিজ অনলাইনেই জমা দিতে হবে।
  • পরীক্ষা ফিজ-
  1. সাধারণ জাতির পুরুষদের ফর্ম ফিলাপের সময় 500 টাকা দিয়ে আবেদন করতে হবে, তবে কম্পিউটার টেস্টের পর (CBT) 400 টাকা তারা ফেরত পাবেন।
  2. অন্যান্য জাতি সহ মহিলারা পরীক্ষার ফর্ম ফিলাপের সময় 250 টাকা জমা করতে হবে এবং পরে তারা পুরোটাই ফেরত পেয়ে যাবেন।
  • শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক বা ক্লাস 10 পাস বা সমতুল্য যোগ্যতা থাকতে হবে
  • আবেদনকারীর বয়সসীমা- 01/01/2025 পর্যন্ত্য 18-36 বছর, সংরক্ষিত আবেদনকারীদের জন্য নিয়মানুবর্তিতা অনুযায়ী বয়সে ছাড় থাকবে।
  • মোট পরীক্ষা দিতে হবে- 90 মিনিট, 100 টি M.C.Q. প্রশ্ন থাকবে।

পরীক্ষার নিয়ম (RRB Recruitment 2025 Group D)-

  • পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে।
  • প্রতি তিনটি ভুল উত্তরে জন্য এক নম্বর কেটে নেওয়া হবে।
  • জেনারেল সায়েন্সে 25 নম্বর, ম্যাথমেটিক্সে 25, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এ 30, জেনারেল এভারনেস এন্ড কারেন্ট অ্যাফেয়ার্সে 20 নম্বরের হিসাবে মোট 100 নম্বরের প্রশ্ন থাকবে।
  • 90 মিনিটের মোট পরীক্ষা দিতে হবে।
  • মোট চারটি ধাপে পরীক্ষা হবে। প্রথমে কম্পিউটারে টেস্ট নেওয়া হবে, তারপর শারীরিক সক্ষমতা দেখা হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল ভেরিফিকেশন হবে। ‌ তারপর চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে।

আবেদনের জন্য গৃহীত পদ্ধতি-

  • প্রথমে রেলের অফিসিয়াল ওয়েবসাইটে লিংক দিয়ে প্রবেশ করতে হবে।
  • তারপর “Apply” বাটনে ক্লিক করে নিজের রেজিস্ট্রেশন করাতে হবে।
  • অনলাইন এপ্লিকেশন ফর্মে প্রয়োজনীয় তথ্যাদি পূরণ করার পর সেটি “Preview and create account” বাটনে গিয়ে একবার দেখে নিতে হবে।
  • প্রদত্ত মাপের পাসপোর্ট সাইজের ফটো ও স্বাক্ষর আপলোড করতে হবে।
  • অনলাইনে পরীক্ষার ফিস জমা দিতে হবে।
  • সবশেষে সাবমিট বাটনে ক্লিক করে ফর্মটি জমা দেওয়ার পর সেটি ডাউনলোড করে একটি প্রিন্ট আউট করে নিজের কাছে রাখতে হবে।

শূণ্যপদের তালিকা (RRB Recruitment 2025 Group D)-

রেলের 16 টি শাখায় নিয়োগ হবে। এখানে কার্স্ট অনুযায়ী মোট শূণ্যপদের তালিকা দেওয়া হল।

CategoryVacancy in RRB
General/ UR13957
SC4699
ST2474
OBC8153
EWS3101
Total32438

পরীক্ষার শিফট (RRB Recruitment 2025 Group D)-

মোট তিনটি শিফটে পরীক্ষা নেওয়া হবে,

  • শিফট 1: 9:00 AM – 10:30 AM (Reporting Time: 7:30 AM)
  • শিফট 2: 12:30 PM – 2:00 PM (Reporting Time: 11:00 AM)
  • শিফট 3: 4:00 PM – 5:30 PM (Reporting Time: 2:30 PM)

Important Link (RRB Recruitment 2025 Group D)

Read More: ভারতীয় ডাক বিভাগে বিভিন্ন পদে 21413 কর্মী নিয়োগ

Madhuchhanda Dhole

I am Madhuchhanda Dhole from Kolkata, West Bengal. I am a content writer, along with different trending news regarding jobs and scheme providers on my website, http://wbnews360.com. I provide updated news on my website to keep you updated in this competitive era.

Leave a Comment