SBI CBO Recruitment 2025: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 2964 জন সার্কেল বেসড্ অফিসার পোস্টে নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করেছে। আবেদন করা যাবে অনলাইনে। উপযুক্ত প্রার্থীরা আবেদন করতে পারেন।
কোন কোন পদে নিয়োগ হবে, কারা আবেদনের যোগ্য, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, পরীক্ষার ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়ে খুঁটিনাটি সংস্থার ওয়েবসাইটে জারি করা হয়েছে। এই প্রতিবেদনে গুরুত্বপূর্ণ তথ্যাদি তুলে ধরা হলো।
Overview of SBI CBO Recruitment 2025:
Important Date:
Advertisement Date (বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ) | 09/05/2025 |
Application Starting Date (আবেদন শুরুর তারিখ) | 29/05/2025 |
Modification / Correction Window for submitted Application Form | 29/05/2025 |
Admit Card Issue Date (অ্যাডমিট কার্ড দেওয়ার তারিখ) | পরীক্ষার আগে জানানো হবে |
Tentative Examination/Interview Date (পরীক্ষার/ইন্টারভিউয়ের জন্য নির্ধারিত তারিখ) | পরে জানানো হবে |
Important Keywords of SBI CBO Recruitment 2025:
Name of the Post (পদের নাম) | Circle Based Officer |
Recruiting Agency (নিয়োগকারী সংস্থা) | State Bank of India (SBI) |
Vacancy (শূন্যপদের সংখ্যা) | 2964 |
Types of Recruitment (নিয়োগের ধরণ) | Regular |
Examination Fee (আবেদন ফি) | Rs. 750 (General/EWS/OBC) |
Age Limit (বয়স সীমা) | 21-30 years |
Salary (বেতন) | Rs. 48480 (Basic) |
Educational Qualification | যে কোনো শাখায় স্নাতক |
Required Work Experience (কাজের অভিজ্ঞতা) | পূর্বে যে কোন Commercial Bank/ Regional Rural Bank এ কাজ করার নূন্যতম 2 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে |
Mode of Application (আবেদনের মাধ্যম) | Online |
Website Link (https://sbi.co.in/) | Click |
Guide line link (https://bank.sbi/web/careers/current-openings) | Click |
Postal Address to send Application by Post (অফলাইনের জন্য পোস্টাল ঠিকানা) | https://bank.sbi/web/careers/current-openings |
Job Vacancy According to the Post:
Age Relaxation:
Caste | Age Relaxation (বয়সের ছাড়) |
SC/ST | 5 বছর |
OBC (NCL) | 3 বছর |
PwBD (UR/EWS) | 10 বছর |
PwBD (OBC) | 13 বছর |
PwBD (SC/ST) | 15 বছর |
Ex-Servicemen | 5 বছর |
Required Academic Qualification:
- কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক ডিগ্রি অথবা কেন্দ্রীয় সরকারের স্বীকৃত সমমানের যোগ্যতা থাকলে আবেদনযোগ্য।
- ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি (IDD) সহ যারা মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা কস্ট অ্যাকাউন্ট্যান্ট এর মতো পেশাগত ডিগ্রিধারী, তারাও এই পদের জন্য যোগ্য বলে গণ্য হবেন।
Experience for this Job:
কোন বাণিজ্যিক ব্যাংক অথবা গ্রামীণ ব্যাংকের কাজ করার ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
Required Documents to be Submitted:
সমস্ত স্তরের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা মার্কশীট প্রমাণকারী ডকুমেন্ট, ভারতীয় নাগরিকত্বের প্রমাণ, পাসপোর্ট সাইজ ছবি এবং অভিজ্ঞতার উপযুক্ত সার্টিফিকেটের জেরক্স কপি নিজের সাক্ষর সহ জমা দিতে/আপলোড করতে হবে।
Examination Fees Submission Mode:
Mode of submission | Debit Card/Credit Card/Online/Net Banking/UPI |
How to Apply for SBI CBO Recruitment 2025:
- যোগ্য আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে।
- তার জন্য প্রথমে সংশ্লিষ্ট ওয়েবসাইটে (https://bank.sbi/web/careers/current-openings.) প্রবেশ করে রেজিস্ট্রসশন করে ফর্ম ফিলাপ করতে হবে।
- নোটিশে যে সমস্ত নথিপত্র উপযুক্ত মাপসহ আপলোড করতে বলা হয়েছে সেগুলি যথাযথভাবে আপলোড করতে হবে। (শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, পূর্বে কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, আইডি প্রুফ, নিজের ফটো ও স্বাক্ষর ইত্যাদি)
- এরপর যারা পরীক্ষার ফি জমা দেওয়ার যোগ্য তাদের অনলাইনে তা জমা দিতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করে ফর্মটি জমা করে তার একটি অংশ নিজের কাছে ডাউনলোড করে রাখতে হবে।
Recruitment Process of SBI CBO Recruitment 2025:
4টি ধাপের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে-
- Online Examination
- Screening and
- Interview
- Local Language Proficiency Test
Examination Process:
Subject | No. of Question/Marks/Time (Minutes) |
English Language | 30 |
Banking Knowledge | 40 |
General Awareness/ Economy | 30 |
Computer Aptitude | 20 |
Total | 120/ 2 hours |
Important Links of SBI CBO Recruitment 2025:
Official Website (অফিশিয়াল ওয়েবসাইট) | Click |
Official Notice or Advertisement (অফিশিয়াল নোটিশ/ বিজ্ঞপ্তি) | Click & Download |
Apply (অ্যাপ্লাই) | Click |
Click to Read More: RRB NTPC Exam Date 2025
Disclaimer: সংস্থার ওয়েবসাইট থেকে উপরোক্ত তথ্যাদি তুলে ধরা হয়েছে। ফর্ম ফিলাপের আগে বিস্তারিত জানতে আবেদনকারীরা অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই ভিজিট করুন।