TRAI Recruit Joint Advisor in 2025: ভারতের টেলিকমিউনিকেশন অথরিটি সিনিয়র রিসার্চের পোস্টে নিয়োগ করতে চলেছে যার জন্য আবেদনের শেষ তারিখ 15 ই মার্চ 2025। বেশ কিছু যোগ্যতা এই পদে নিয়োগের জন্য লাগবে। নির্বাচিত প্রার্থীদের 03 বছরের মেয়াদে নিয়োগ করা হবে।
এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনে নজর রাখুন। এই প্রতিবেদনে উক্ত অফিসিয়াল নোটিফিকেশন থেকেই প্রয়োজনীয় তথ্যাবলী সংযোগ করা হয়েছে। সম্পূর্ণ তথ্য জানবার জন্য প্রতিবেদনটি সম্পূর্ন পড়ুন।
Overview of TRAI Recruit Joint Advisor in 2025:
- গুরুত্বপূর্ন তারিখ-
বিজ্ঞপ্তি জারির তারিখ | 04/02/2025 |
আবেদন পাঠানোর শেষ তারিখ | 15/03/2025 |
- পদের নাম- জয়েন্ট অ্যাডভাইজার
- নিয়োগকারী সংস্থা- ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি (হেডকোয়ার্টার)
- শূন্যপদের সংখ্যা- নোটিশে এই বিষয়ে কিছু বলা নেই পরে জানা যাবে।
- বয়স সীমা- 56 বছর
- বেতন- ₹123100-215900 (7 ম সিপিসি অধীনে, পে ম্যাট্রিক্সেরপে লেভেল-11, অনুযায়ী)। মহার্ঘভাতা (DA), ভাড়া ভাতা (HRA) সহ অন্যান্য ভাতা সরকারের নিয়ম অনুযায়ী প্রযোজ্য।
- আবেদনের জন্য যোগ্যতা- এই পদে (TRAI Recruit Joint Advisor in 2025) আবেদনের জন্য যে যোগ্যতা লাগবে তা হল-
- কেন্দ্রীয় সরকার পাবলিক সেক্টর আন্ডারটেকিং অথবা স্বায়ত্তশাসিত ও সংস্থায় দীর্ঘদিন ধরে কর্মরত আধিকারিকরা এই কাজের জন্য আবেদন করতে পারেন।
- যারা লেভেল 13 অনুযায়ী সমতুল্য পদে তাই পদে স্থায়ীভাবে কর্মরত
- লেভেল 12 এ অন্ততপক্ষে 5 বছর কাজের অভিজ্ঞতা আছে
- Group A 12 বছর স্থায়ীভাবে কাজের অভিজ্ঞতা এবং লেভেল 12 পোস্টে অন্ততপক্ষে 5 বছর কাজের অভিজ্ঞতা থাকলেও আবেদন করতে পারেন।
- শিক্ষাগত যোগ্যতা- ভারতের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে অর্থনীতি বাণিজ্য প্রশাসন আইন ইত্যাদি বিষয়ের মধ্যে যে কোন একটিতে মাস্টার ডিগ্রী অথবা ব্যাচেলার ডিগ্রী থাকলে আবেদন করতে পারেন। অতিরিক্ত ভাবে টেলি যোগাযোগ অথবা আর্থিক ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে আগে সুযোগ পাবেন।
- আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস- সমস্ত ডিগ্রীর সার্টিফিকেট অথবা মার্কসিট সরকারি আধিকারিক এর দ্বারা অ্যাটেস্টেড করা।
- আবেদন ফিজের পরিমাণ – সম্ভবত কোন ফিজ লাগবে না কারণ এই বিষয়ে নোটিশে কিছু বলা নেই।
- নিয়োগ প্রক্রিয়া- এই বিষয়ে নোটিশে সেই ভাবে কিছু উল্লেখ করার নেই। তবে আশা করা যায় যারা এই পদের জন্য যোগ্য তাদের সমস্ত তথ্য যাচাই করে ইন্টারভিউ এর মাধ্যমে অন্তিম প্রার্থী নির্বাচন করা হবে।
- আবেদনের মাধ্যম- অনলাইন। https://vacancies.trai.gov.in
- আবেদনের প্রক্রিয়া- অনলাইনে নোটিফিকেশন ডাউনলোড করে সেখানে দেওয়া নির্দেশ অনুযায়ী ফর্ম ফিলাপ করে নোটিসে দেওয়া ঠিকানায় আবেদনটি পাঠাতে হবে।
- আবেদন পাঠানোর ঠিকানা- Senior Research Officer
(A&P), Telecom Regulatory Authority of India, World Trade Centre, 6th Floor, Tower-F, Nauroji Nagar, New Delhi-110029 on or before 15th March, 2025. - অনলাইনে- Website
প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ন লিঙ্ক (TRAI Recruit Joint Advisor in 2025)-
অফিশিয়াল ওয়েবসাইট লিঙ্ক | ক্লিক করুন |
অফিশিয়াল নোটিশ | ক্লিক ও ডাউনলোড করুন |
Read More- Kolkata Metro Railway GDMO Recruitment 2025