UBI Apprentices Recruitment 2025: ইউনিয়ন ব্যাংক 2691 শূণ্যপদে নিয়োগ করবে, আবেদন করার শেষ তারিখ 05 ই মার্চ 2025। তাড়াতাড়ি আবেদন করুন

By Madhuchhanda Dhole

Published On:

Follow Us
UBI Apprentices Recruitment 2025

UBI Apprentices Recruitment 2025: ইউনিয়ন ব্যাংক এই বছর অর্থাৎ 2025 সালের শুরুতেই সারা দেশ জুড়ে বিভিন্ন রাজ্য থেকে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে বিরাট সংখ্যক কর্মী নিয়োগ করবে। ইতিমধ্যে অফিশিয়াল ওয়েবসাইটে এই নিয়ে একটি নোটিফিকেশন পেরিয়েছে। এই পদে আবেদন করার ক্ষেত্রে যোগ্যতা, বয়স, আবেদনের সময় কোন কোন তথ্য জমা দিতে হবে, কিভাবে আবেদন করতে হবে সেইসব প্রক্রিয়া নোটিফিকেশনে উল্লেখ আছে।

এই প্রতিবেদনের মধ্যে এই সমস্ত খুঁটিনাটি তথ্য নিয়ে আলোচনা করা হলো। বিষয়গুলি জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Important Dates of UBI Apprentices Recruitment 2025:

আবেদন শুরু19/02/2025
আবেদনের শেষ তারিখ05/03/2025

Overview of UBI Apprentices Recruitment 2025:

  • আবেদনকারী পদের নাম- ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাপ্রেন্টিস
  • শূন্য পদের সংখ্যা- 2691
CategoryVacancy
General1164
OBC680
EWS258
SC409
ST180
Total2691
  • আবেদন করা যাবে কোন কোন জায়গা থেকে- সারা ভারতের বিভিন্ন রাজ্য থেকে নিয়োগ হবে
  • আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা- ইউজিসি স্বীকৃত যেকোনো ইউনিভার্সিটি অন্তর্গত প্রতিষ্ঠান থেকে যেকোনো শাখায় স্নাতক হতে হবে।
  • আবেদনকারীর বয়সসীমা- সর্বনিম্ন বয়স হতে হবে 28 বছর থেকে সর্বোচ্চ 28 বছর পর্যন্ত
  • আবেদনকারীর বয়সে ছাড়- সমস্ত সরকারি চাকরির ক্ষেত্রে বিভিন্ন জাতি অনুযায়ী বয়সের ছাড়ের যে স্বীকৃতি আছে এখানেও সেটি মানা হয়েছে। এই সম্বন্ধে জানতে এই লিংকে ক্লিক করুন।
  • নিয়োগ সংস্থা- ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
  • আবেদন করা যাবে- 19/02/250 থেকে 05/03/25 এর মধ্যে
  • আবেদনের মাধ্যম- কেবলমাত্র অনলাইনে
  • আবেদনের জন্য ফিজ বা টাকার পরিমান-
CategoryFees (Rs.)
General/OBC800+GST
All Female600+GST
SC/ST600+GST
PwBD400+GST
  • কিভাবে টাকা পেমেন্ট করতে হবে- ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং/ইউপিআই
  • যোগ্যপ্রার্থী নির্বাচনের পর স্টাইপেন্ড পাবেন (প্রতিমাসে)- 15000 টাকা করে
  • পরীক্ষার ধরন ও নিয়মাবলী-
  • মোট 60 নম্বরের পরীক্ষা অনলাইনে নেওয়া হবে, যাতে 100 টি মাল্টিপল চয়েজ ধরণের প্রশ্ন থাকবে।
  • জেনারেল অথবা ফাইনান্সিয়াল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, কোয়ান্টিরাটিভ এবং রিজনিং ও কম্পিউটার নলেজ, এই 4 টি বিষয়ের প্রত্যেকটি থেকে 25 নম্বর করে প্রশ্ন থাকবে।

কিভাবে আবেদন করবেন জেনে নিন (UBI Apprentices Recruitment 2025)-

  • প্রথমে ইউবিআই এর ওয়েবসাইটে গিয়ে ভালো করে নোটিশটি পড়ুন।
  • তারপর উল্লেখিত তারিখের মধ্যে আবেদন করুন।
  • তবে এর আগে প্রয়োজনীয় তথ্যাদি হাতের কাছে রাখুন যেমন- উল্লেখ করা মাপ অনুযায়ী স্ক্যান করা ছবি, নিজের স্বাক্ষর, প্রয়োজনীয় মার্কশিট, সার্টিফিকেট, পেমেন্ট চালান ইত্যাদি।
  • ব্যাংকের ওয়েবসাইটে যে লিংক থেকে আবেদন করা যাবে সেই লিংকে ক্লিক করে সম্পূর্ণ ফর্মটি ফিলাপ করুন প্রয়োজনীয় তথ্যাদি আপলোড করার পর সেটিকে সাবমিট করুন এবং তার একটি সম্পূর্ণ ফিলাপ করার ফর্ম ডাউনলোড করে নিজের কাছে রাখুন।

Important Link-

Know More- RRC SECR Apprentice Recruitment 2025-26

Madhuchhanda Dhole

I am Madhuchhanda Dhole from Kolkata, West Bengal. I am a content writer, along with different trending news regarding jobs and scheme providers on my website, http://wbnews360.com. I provide updated news on my website to keep you updated in this competitive era.

Leave a Comment