Vivo T4 Lite 5G Model টি নিয়ে যান আকর্ষণীয় দামে, মধ্যবিত্তের নাগালে

ভিভোর অন্যান্য মডেলের মতো (Vivo T4 Lite 5G Model) আরেকটি আকর্ষণীয় কম দামে মধ্যবিত্তের হাতের নাগালের মধ্যেই আরেকটি ফোন খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে। মডেলটি হলো Vivo T4 Lite 5G এটিও ফাইভ জি সাপোর্ট করবে। দুর্দান্ত ফিচারে ভরপুর এই মডেলটির দাম অ্যামাজনে পাওয়া যাবে আনুমানিক ১১০০০ থেকে ১৩০০০ মধ্যে। এক কথায় দামে কম মানে ভালো ধরনের ফোন এটি।

এই মডেলটিতে ও দুটি ন্যানো সিমের স্লট থাকবে। ফাইভ-জি সাপোর্ট সহ ১২৮ জিবি থেকে 256 GB storage এতে থাকবে এমন কি টু টিভি পর্যন্ত সেই ক্যাপাসিটি বাড়ানো যাবে। মোবাইলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হলো এটি ধুলো এবং জল প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন অর্থাৎ মোবাইলটির সহজে নষ্ট হবে না।

Vivo T4 Lite 5G Model টির দাম ও স্টোরেজ?

দুটি আলাদা র‍্যামের জন্য আলাদা আলাদা দাম amazon এ রাখা হয়েছে আনুমানিক ভাবে এই দামের পরিমাণ হলো Vivo T4 lite 6 GB RAM এর দাম 10999 এবং Vivo T4 lite 8 GB RAM 12999

Read More: কেন্দ্র সরকারের একটি দুর্দান্ত স্কিম

ফোনটি কেনার আগে ভালো করে মডেলটি সম্পর্কে জেনে নিন বিস্তারিতভাবে। বিশেষ করে কি কি ফিচারের মধ্যে রাখা হয়েছে তার মূল্য কত এবং এর পারফরমেন্স কি রকম হতে পারে।

Vivo T4 Lite 5G

Vivo T4 Lite 5G মডেলের স্পেসিফিকেশন

১) প্রসেসর- এই সেটটির মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 অক্টাকোর যুক্ত এবং 4 GBথেকে 8 GB RAM এতে থাকবে।

২) ডিসপ্লে-এই মডেলটির ডিসপ্লে অন্যান্য ফোনের মতই 6.74 ইঞ্চি বা 17.12 সেন্টিমিটার। এতে স্ক্রিন এলসিডি রাখা হয়েছে। এতে 720 x 1600 পিকসেল এইচডি কোয়ালিটির এলসিডি display পাওয়া যাবে। ৯০hz রিফ্রেশ রেট এবং বেজেল লেস ডিসপ্লের মধ্যে থাকবে।

৩) ক্যামেরা- রিয়ার এবং ফন্ট উভয় ক্যামেরায় এতে থাকবে। রিয়ার ক্যামেরার ক্ষেত্রে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে, যার প্রথমটি 50 মেগাপিক্সেল এবং দ্বিতীয়টি হচ্ছে 2 মেগাপিক্সেল এলইডি ফ্ল্যাশ সহ ফুল এইচডি ভিডিও রেকর্ডিং এর সুবিধা থাকবে। ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে পাঁচ মেগাপিক্সেল রেজোলিউশন এবং ফুল এইচডি ভিডিও রেকর্ডিং এর সুবিধা থাকবে।

৪) ব্যাটারি- ব্যাটারি ও যথেষ্ট ভালো 6000 mAh ক্যাপাসিটি সহ 15w ফাস্ট চার্জিং ইউএসবি টাইপ সি পোর্ট রাখা হয়েছে।

এতসব লোভনীয় ফিচার সহ Vivo T4 lite এই মডেলটি এত কম দামের মধ্যে পাওয়া যাচ্ছে, তাই আর দেরি না করে যারা ভাবছেন একটা কম বাজেটের মধ্যে ভালো ফিচারসহ মোবাইল কিনবেন তারা এক্ষুনি amazon অর্ডার করুন, দেরি করলে স্টক শেষ হয়ে যাবার ও সম্ভাবনা আছে, তাই আর দেরি করবেন না।

Leave a Comment

x
Advertisements