Vivo T4 Ultra Model 32 MP Camera সহ উচ্চ ফিচারের মোবাইলটি নিতে চান? জানুন এর সম্বন্ধে

Vivo T4 Ultra Model 32 MP Camera যুক্ত নতুন একটি মডেলটি গত 18th June 2025 ভিভো লঞ্চ করেছে। মডেলটি দাম ₹37,999₹41,999 মধ্যে। তবে দাম একটু বেশি হলেও মডেলটি ফিচারে ভরপুর। মডেলটি দেখতেও যথেষ্ট আকর্ষণীয়।

ফোনটি কেনার আগে ভালো করে মডেলটি সম্পর্কে জেনে নিন বিস্তারিতভাবে। বিশেষ করে কি কি ফিচারের মধ্যে রাখা হয়েছে তার মূল্য কত এবং এর পারফরমেন্স কি রকম হতে পারে।

Vivo T4 Ultra Model টির দাম ও স্টোরেজ?

এই মডেলটি বহু মানুষ সার্চ করেছেন গত সাত দিনে। যেহেতু মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে ফোনটির দাম রাখা হয়েছে, তাই চাহিদা যথেষ্ট বেশি এটি এন্ড্রয়েড ভি ফিফটিন এবং ক্যাশব্যাক এর সুবিধা সহ ইএমআই সাপোর্টও এখানে রাখা হয়েছে।

ফোনের ইন্টারনাল স্টোরেজ 8 GB থেকে 12 GB RAm রাখা হয়েছে। এতে দুটি সিমের স্লট আছে, অবশ্যই ন্যানো সিম এতে সাপোর্ট করবে। ইন্টারনাল স্টোরেজের ক্যাপাসিটিও যথেষ্ট বেশি (256 GB – 512 GB)। অপর গুরুত্বপূর্ণ ফেসিলিটি হলো এটি ধুলো এবং জল প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন।

Read More: 7000 mAh ব্যাটারির Oppo K13 মডেল

Flipkart এ তিনটি ক্যাটাগরির তে এই মডেলটি পাওয়া যাচ্ছে 8 GB + 256 GB র দাম রাখা হয়েছে ₹37,999, 12 GB + 256 GB র দাম ₹39,999 এবং 12 GB + 512 GB র দাম ₹41,999 রাখা হয়েছে।

Vivo T4 Ultra Model

Vivo T4 Ultra Model 32 MP Camera টির স্পেসিফিকেশন

1. Processor  এই মডেলটিতে, Vivo T4 Ultra, মিডিয়াটেক ডায়মেনসিটি 9300 plus, এবং এতে অক্টাকোর ব্যবহার করা হয়েছে।

2. Display – এই মডেলটির (Vivo T4 Ultra) ডিসপ্লে 6.67 inches (16.94 cm), AMOLED (Curved Display)। এল.ই.ডি. এখানে পাওয়া যাবে। এর পিক্সেল 1260 x 2800 px। এতে 120 hz রিফ্রেশ রেট এবং বেজেল লেস উইথ পাঞ্চ হোল ডিসপ্লে সুবিধে আছে।

3. Camera – Vivo T4 Ultra ফোনে 2 ধরনের ক্যামেরা আছে। রিয়ার ক্যামেরার সেটআপ হলো ট্রিপিল ক্যামেরাযুক্ত, যেটিতে 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যঙ্গেল প্রাইমারি ক্যামেরার হিসেবে দেওয়া হয়েছে এবং যার মধ্যে 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যঙ্গেল ক্যামেরা এবং 50 MP পেরিস্কোপ ক্যামেরা আছে, স্মার্ট অরো লাইট যুক্ত এবং ভিডিও রেকর্ডিংয়ে সুবিধা রাখা হয়েছে।

ফন্ট ক্যামেরার ক্ষেত্রে 32MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ফুল এইচডি ভিডিও রেকর্ডিং এর ব্যবস্থা আছে।

4. Battery – এত কম দামের মধ্যে কোম্পানি 5500mAh ক্যাপাসিটির ব্যাটারি দিচ্ছে যেটি সত্যি অতুলনীয়। এছাড়াও 90w ফ্ল্যাস চার্জিং ইউ.এস.বি. টাইপ সি পোর্ট যুক্ত, এতে খুব দ্রুত মোবাইলটি চার্জ হয়ে যাবে এবং বহুক্ষণ বিনাচার্যে মোবাইলটি চালানো যাবে।

এতসব লোভনীয় ফিচার সহ Vivo T4 Ultra এই মডেলটি এত কম দামের মধ্যে পাওয়া যাচ্ছে, তাই আর দেরি না করে যারা ভাবছেন একটা কম বাজেটের মধ্যে ভালো ফিচারসহ মোবাইল কিনবেন তারা এক্ষুনি Flipkart এ অর্ডার করুন, দেরি করলে স্টক শেষ হয়ে যাবার ও সম্ভাবনা আছে, তাই আর দেরি করবেন না।

Leave a Comment

x
Advertisements