6500 mAh ব্যাটারি ও একাধিক ফিচারসহ Vivo T4x 5G Model টি খুব কম দামে পাওয়া যাচ্ছে

Vivo T4X 5G Model গত 12 ই মার্চ 2025 ভিভো নতুন একটি মডেল লঞ্চ করেছে। মডেলটি দাম মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে। তবে দাম কম হলেও ফিচারের দিক থেকে কোনো রকম ভাবে কার্পণ্য কোম্পানি দেখায়নি। মডেলটি দেখতেও যথেষ্ট আকর্ষণীয়।

ফোনটি কেনার আগে ভালো করে মডেলটি সম্পর্কে জেনে নিন বিস্তারিতভাবে। বিশেষ করে কি কি ফিচারের মধ্যে রাখা হয়েছে তার মূল্য কত এবং এর পারফরমেন্স কি রকম হতে পারে।

Vivo T4x 5G মডেলটির দাম ও স্টোরেজ?

এই মডেলটির মিডিয়াটেক ডায়মেনসিটি 7300, এবং এতে অক্টাকোর ব্যবহার করা হয়েছে। ফোনের ইন্টারনাল স্টোরেজ 6 GB থেকে 8GB রাখা হয়েছে। এতে দুটি সিমের স্লট আছে, অবশ্যই ন্যানো সিম এতে সাপোর্ট করবে। ইন্টারনাল স্টোরেজের ক্যাপাসিটিও যথেষ্ট বেশি। অপর গুরুত্বপূর্ণ ফেসিলিটি হলো এটি ধুলো এবং জল প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন।

Read More: ভারতীয় বায়ু সেনাবাহিনীতে কর্মী নিয়োগ

অ্যামাজনে তিনটি ক্যাটাগরির তে এই মডেলটি পাওয়া যাচ্ছে 6 GB + 128 GB দাম রাখা হয়েছে 13999। 8 GB + 128 GB র দাম 14999 এবং 8 GB + 256 GB 17531 টাকা

Vivo T4X 5G Model

vivo T4x 5G মডেলের স্পেসিফিকেশন

1. Processor  এই মডেলটির রেটিং যথেষ্ট ভালো 4.5/5 এবং বহু মানুষ এটিকে সার্চ করেছেন গত সাত দিনে। যেহেতু মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে ফোনটির দাম রাখা হয়েছে, তাই চাহিদা যথেষ্ট বেশি এটি এন্ড্রয়েড ভি ফিফটিন এবং ক্যাশব্যাক এর সুবিধা সহ ইএমআই সাপোর্টও এখানে রাখা হয়েছে।

2. Display – এই মডেলটির ডিসপ্লে 6.72 ইঞ্চি বা 17.07 সেমি। এলইডি এখানে পাওয়া যাবে। এর পিক্সেল 1080 x 2408 px। এতে 120 hz রিফ্রেশ রেট রিফ্রেশ রেট এবং বেজেল লেস উইথ পাঞ্চ হোল ডিসপ্লে সুবিধে আছে।

3. Camera – ফোনে দু ধরনের ক্যামেরা আছে রিয়ার ক্যামেরার সেটআপ হলো ডুয়াল ক্যামেরাযুক্ত যেটিতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার হিসেবে দেওয়া হয়েছে এবং যার মধ্যে টু মেগাপিক্সেল টেস্ট ক্যামেরা আছে, ফ্ল্যাশ লাইট এলইডি কাপড় যুক্ত এবং ভিডিও রেকর্ডিংয়ে সুবিধা রাখা হয়েছে। ফন্ট ক্যামেরার ক্ষেত্রে ৮এমপি হোয়াইট অ্যাঙ্গেল লেন্স এবং ফুল এইচডি ভিডিও রেকর্ডিং এর ব্যবস্থা আছে।

4. Battery – এত কম দামের মধ্যে কোম্পানি 6500 mAh ক্যাপাসিটির ব্যাটারি দিচ্ছে যেটি সত্যি অতুলনীয়। এছাড়াও ৪৪ ডাব্লিউ প্লাস চার্জিং ইউএসবি টাইপ সি পোর্ট যুক্ত, এতে খুব দ্রুত মোবাইলটি চার্জ হয়ে যাবে এবং বহুক্ষণ বিনাচার্যে মোবাইলটি চালানো যাবে।

এতসব লোভনীয় ফিচার সহ Vivo T4x এই মডেলটি এত কম দামের মধ্যে পাওয়া যাচ্ছে, তাই আর দেরি না করে যারা ভাবছেন একটা কম বাজেটের মধ্যে ভালো ফিচারসহ মোবাইল কিনবেন তারা এক্ষুনি amazon অর্ডার করুন, দেরি করলে স্টক শেষ হয়ে যাবার ও সম্ভাবনা আছে, তাই আর দেরি করবেন না।

Leave a Comment

x
Advertisements